বেহাত জমি ফিরিয়ে নিল রাজ্য, খুশি শ্রমজীবীরা

অবশেষে বন্ধ ইন্দোজাপান কারখানার জমি ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। বুধবার সকালে বেলুড়ের ওই কারখানার এসে সরকারি ভাবে জমি ফেরানোর সিদ্ধান্ত ঘোষণা করেন ভূমি দফতরের আধিকারিকেরা। যদিও মাস খানেক আগেই রাজ্য ভূমি দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশ জারি হয়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০৩:০৪
Share:

অবশেষে বন্ধ ইন্দোজাপান কারখানার জমি ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। বুধবার সকালে বেলুড়ের ওই কারখানার এসে সরকারি ভাবে জমি ফেরানোর সিদ্ধান্ত ঘোষণা করেন ভূমি দফতরের আধিকারিকেরা। যদিও মাস খানেক আগেই রাজ্য ভূমি দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশ জারি হয়ে গিয়েছিল।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, বেলুড়ে জিটি রোডের উপরই রয়েছে বন্ধ কারখানার প্রায় ১৪ বিঘা জমি। দীর্ঘ দিন ধরেই একটি বেসরকারি সংস্থা নিজেদের দাবিদার হিসেবে ওই জমি দখল করে রেখেছিল। স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে ওই জমিতে বহুতল গড়ার পরিকল্পনা হতেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ান শ্রমজীবি হাসপাতাল কর্তৃপক্ষ। জমিটি খাস করার দাবিতে তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানান। অবশেষে রাজ্য ভূমি দফতর গত ২০ মার্চ ওই ১৪ বিঘা জমি ফিরিয়ে নেওয়ার আদেশ জারি করে।

এ দিন সকালে বালি থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে বন্ধ ইন্দোজাপান কারখানায় আসেন হাওড়ার মহকুমা ভূমি আধিকারিক ও সমষ্টি ভূমি আধিকারিক। তাঁরা সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে দেন জমি দখলে রাখা বেসরকারি সংস্থার কর্তৃপক্ষকে। হাওড়ার অতিরিক্ত জেলা শাসক(ভূমিসংস্কার) অংশুমান অধিকারী বলেন, ‘‘আনুষ্ঠানিকভাবে ইন্দোজাপানের ১৪ বিঘা জমি সরকারের অধীনে ফিরিয়ে নেওয়া হল।’’ তবে, এ দিন আদেশনামায় সই করতে রাজি হননি ওই বেসরকারি সংস্থার আধিকারিকরা। শ্রমজীবি হাসপাতালের পক্ষ থেকে ফনীগোপাল ভট্টাচার্য্য বলেন, “ওই জমি সরকার ফিরিয়ে নেওয়ায় আমরা খুশি। দরিদ্র মানুষের চিকিৎসার জন্য আরও বড় উন্নত হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে। তাই এই জমি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement