Brigade Rally of TMC

‘সেনাপতিত্বে’ অভিষেকই, দলীয় প্যাডে জানিয়ে দেওয়া হল তৃণমূলের ব্রিগেড-নির্দেশিকায়

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস ব্রিগেডের ‘জনগর্জন সভা’ নিয়ে বিভিন্ন স্তরের নেতাদের ওই নির্দেশিকা পাঠিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪২
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

দলের বিভিন্ন স্তরের নেতারা অনেক দিন ধরে প্রকাশ্যে তাঁকে দলের ‘সেনাপতি’ বলছেন। এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেনাপতিত্বে’র কথা ঘোষণা করা হল রাজ্য তৃণমূলের প্যাডেও। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষর করা দলীয় নির্দেশিকায় জানানো হল, ‘নেত্রী’ মমতার নির্দেশে ১০ মার্চের ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন ‘সেনাপতি’ অভিষেক।

Advertisement

আগামী ১০ মার্চের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে (তৃণমূলের তরফে যে সমাবেশকে ‘জনগর্জন সভা’ বলা হচ্ছে) দলের রাজ্য পদাধিকারিদের তরফে দলের জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান, সাংসদ, বিধায়কদের যে চিঠি পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি কেন্দ্রীয় ষড়যন্ত্র এবং বঞ্চনার বিরুদ্ধে বেশ কিছু প্রতিবাদ কার্যক্রম এবং অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।”

তৃণমূলের ব্রিগেড-নির্দেশিকা।

তৃণমূলের রাজ্য সভাপতি বক্সী, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস ব্রিগেডের ‘জনগর্জন সভা’ নিয়ে বিভিন্ন স্তরের নেতাদের ওই নির্দেশিকা পাঠিয়েছেন। ওই নির্দেশিকায় আরও লেখা হয়েছে, ‘‘বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধ এবং অন্তহীন বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ মার্চ সকাল ১১টায় কলকাতার ব্রিগেড ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক ঐতিহাসিক প্রতিবাদ জনসভার ডাক দিয়েছেন আমাদের দলের সেনাপতি এবং নির্ভীক যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন