Jagdeep Dhankhar

কেন্দ্রীয় দল কোথায়, রাজ্যপালকে বামেরা

রাজ্যপালের কাছে যায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধিদল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০২:১৭
Share:

—ফাইল চিত্র।

স্বয়ং প্রধানমন্ত্রী এসে ঘূর্ণিঝড় ‘আমপান’ বিধ্বস্ত এলাকা আকাশপথে দেখে গিয়েছেন। কিন্তু তার পরে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে কেন্দ্রীয় দলের দেখা কেন মিলল না? রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গিয়ে এই প্রশ্নই তুলে এল বাম পরিষদীয় দল।

Advertisement

প্রাথমিক ভাবে হাজার কোটি টাকা সহায়তার ঘোষণার পরে ক্ষয়ক্ষতি সামাল দিতে আরও আর্থিক সাহায্যের বিষয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে রাজ্যপালকে আর্জি জানিয়েছে তারা। রাজভবনে সাক্ষাৎ সেরে মঙ্গলবার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যপালের কাছে মূলত এই দু’টো দাবি নিয়েই গিয়েছিলাম। তার পাশাপাশি, রাজ্যের দুর্গত এলাকার অনেকাংশ এখনও বিদ্যুৎহীন। ত্রাণও সকলের কাছে পৌঁছয়নি। রাজ্য সরকার যাতে বিষয়টিতে দ্রুত নজর দেয়, তার জন্য মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি।’’ করোনা পরিস্থিতিতে রেশনের মাধ্যমে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার দাবিও তুলেছেন সুজনবাবুরা। এর আগে রাজ্যপালের কাছে গিয়েছিল বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধিদল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement