হস্টেলের দায় কার: পার্থ

২০১৫-র জুলাইয়ে সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয় হস্টেল। তার ১১ মাসের মধ্যে হস্টেল ফের চালু করার কথা থাকলেও তা হয়নি। বারবার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভেঙেছেন বলে দাবি ছাত্রদের। ঘেরাও, অবস্থান ও অনশন আন্দোলন থেকে শুরু করে হস্টেল-বিতর্কের জল বহু দূর গড়িয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৫:২৭
Share:

হিন্দু হস্টেল। ফাইল চিত্র

দিন নির্দিষ্ট হওয়ার পরেও হিন্দু হস্টেল কেন পাওয়া গেল না, ছাত্রদের সেই প্রশ্নের জবাবে রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তুললেন, ‘‘তিন বছরেও ছাত্রেরা যে হস্টেল ফিরে পেলেন না, তার দায় কার? পূর্ত দফতরের? বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের? নাকি কর্তৃপক্ষের দ্বারা নিযুক্ত কোনও সংস্থার? এ ব্যাপারে পূর্ত দফতরের রিপোর্ট পেয়েছি। রিপোর্টটি খতিয়ে দেখতে বলা হয়েছে উচ্চশিক্ষা দফতরের সচিবকে।’’

Advertisement

২০১৫-র জুলাইয়ে সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয় হস্টেল। তার ১১ মাসের মধ্যে হস্টেল ফের চালু করার কথা থাকলেও তা হয়নি। বারবার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভেঙেছেন বলে দাবি ছাত্রদের। ঘেরাও, অবস্থান ও অনশন আন্দোলন থেকে শুরু করে হস্টেল-বিতর্কের জল বহু দূর গড়িয়েছে। কিন্তু এখনও হস্টেল ফিরে পাননি ছাত্রেরা। কবে পাবেন, ঠিক নেই। এ দিন শিক্ষামন্ত্রীকে সেই প্রশ্ন করা হলে বিধানসভায় নিজের ঘরে বসে তিনি বলেন, ‘‘আবাসের সংস্কার হচ্ছে বলে ছাত্রেরা তিন বছর ধৈর্য ধরে ছিল। কিন্তু তিন বছরেও সেই কাজ সম্পূর্ণ হল না! ছাত্রস্বার্থ আগে দেখতে হবে। দীর্ঘদিন তাঁদের স্বার্থকে উপেক্ষা করা যায় না।’’

লোহিয়া এ দিন বলেন, ‘‘শিক্ষামন্ত্রী ছাত্রদের হস্টেল ফিরিয়ে দিতে চাইছেন। আমিও একই ভাবে চাই, ছাত্রেরা হস্টেল ফিরে আমাকে হস্টেলের নিরাপত্তার শংসাপত্র দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল ছাত্রদের ফিরিয়ে দেব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন