Weather

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অবধি শীত থাকবে, জানাল আবহাওয়া দফতর

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আবার নিম্নমুখী হবে পারদ। ফলে জানুয়ারির শেষ পর্যন্ত রাজ্য জুড়ে ঠান্ডা থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৬:১৯
Share:

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকবে শীত। ছবি রয়টার্সের সৌজন্যে।

এখনই শীত-বিদায় নয়। জানুয়ারির শেষ পর্যন্ত থাকবে শীতের আমেজ। আগামী দু’তিন দিন সামান্য তাপমাত্রা চড়লেও, হতাশ হওয়ার কোনও কারণ নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আবার নিম্নমুখী হবে পারদ। ফলে জানুয়ারির শেষ পর্যন্ত রাজ্য জুড়ে ঠান্ডা থাকবে। এমনকি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকবে শীত শীত ভাব।

Advertisement

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশপ্রসাদ দাস বলেন, “কয়েক দিন কিছুটা তাপমাত্রা বৃদ্ধি হলেও, ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে।”

ডিসেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কনকনে ঠান্ডায় কেঁপে উঠেছিল কলকাতা। দার্জিলিঙে এবছর বরফও পড়েছে। ফলে শীত যে এই মরসুমে জমিয়ে ব্যাটিং করবে, তা ভালই বোঝা গিয়েছিল। প্রধানত পরিষ্কার আকাশ এবং এখনও বাধাহীন ভাবে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে। ফলে এখনই শীত বিদায়ের সম্ভাবনা নেই। উল্টে রাতের দিকে গরম জামা-কাপড় পরতে হতে পারে।

Advertisement

আরও পড়ুন: প্রধান শিক্ষক নিয়োগে স্থগিত কাউন্সেলিং

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেবাংলায় খবরজানতে পড়ুন আমাদেররাজ্যবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন