শীতকাল কবে আসবে...?

তবে এমন ঠান্ডা অনুভব হওয়ার কারণ কী?  বর্ষা যেমন নির্দিষ্ট সময়মাফিক আসে, শীতের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। ধাপে ধাপে তাপমাত্রা যত কমবে, তত বাড়বে উত্তুরে হাওয়ার দাপট।

Advertisement

কুন্তক চট্টোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৮:২৩
Share:

ফাইল চিত্র।

নামছে তাপমাত্রা। দরজায় কড়া নাড়ছে শীত। কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে আবহাওয়া, তা দেখে এমনটাই মনে হতে পারে। কবি লিখেছিলেন, ‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’ এখন হাওয়া অফিসের কাছে আম জনতার একই প্রশ্ন। শীত কবে আসবে?

Advertisement

তবে কী শীত হাজির হয়ে গেল? না, শীত এখনই আসছে না বলে মত আবহবিদদের। শীত আসতে গেলে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে হবে। সে পরিস্থিতি আসতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে এমন ঠান্ডা অনুভব হওয়ার কারণ কী? বর্ষা যেমন নির্দিষ্ট সময়মাফিক আসে, শীতের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। ধাপে ধাপে তাপমাত্রা যত কমবে, তত বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। তখন শীত আস্তে আস্তে থিতু হবে— এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সেই শীত পড়ার পিছনে রয়েছে একটা কারণ। আবহবিদরা জানাচ্ছেন, কাশ্মীর, উত্তরাখণ্ডে তুষারপাত হবে। একইসঙ্গে অমৃতসর ও রাজস্থানের তাপমাত্রা নামবে। ফলে উত্তুরে হাওয়া সেই সব রাজ্যের উপর দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গে ঠান্ডা নিয়ে আসবে।

Advertisement

আরও পড়ুন: লাইভ: প্রিয়র দেহ নিয়ে কপ্টার নামতেই তুমুল বিশৃঙ্খলা রায়গঞ্জে

পটনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কলকাতার তুলনায় বেশ খানিকটা কম হলেও, আবহবিদেরা জানিয়েছেন বিহারের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড অনুযায়ী পটনার এই পরিস্থিতি খুব বেশি নীচে নয়। উত্তুরে হাওয়ার দাপট যত বাড়বে ততই পটনা, ঝাড়খণ্ডে শীত বাড়বে। আর ধীরে ধীরে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান হয়ে শীত ঢুকবে কলকাতা এবং উপকূলীয় জেলাগুলিতে।

বর্ষা বিদায় নিয়েছিল অক্টোবরের মাঝামাঝি সময়ে। কিন্তু, তার পরেও বৃষ্টি পিছু ছাড়েনি রাজ্যের। বার বার নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্তের হাত ধরে হানা দিয়েছে দক্ষিণবঙ্গের উপর। তার জেরে বার বার থমকে গিয়েছে হেমন্ত। যার ফলে রাজ্যের আকাশে মেঘ ঢুকেছে। তাপমাত্রা বেড়েছে অনেকটাই। ভ্যাপসা গরমে জেরবার হয়েছে রাজ্যের মানুষ।

সর্বশেষ নিম্নচাপটির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজ্যবাসীকে। কিন্তু গত কয়েক দিনে নিম্নচাপ সরে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছে হেমন্ত। নীল আকাশ, ঝকঝকে রোদ আর সঙ্গে হিমেল হাওয়া ঢুকে পড়েছে এ রাজ্যে। এতে ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কিন্তু আবহবিদেরা জানাচ্ছেন, তাপমাত্রা এ বার ক্রমশ নামতে শুরু করবে। আর কয়েক দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন