Murder in Hooghly

রক্তে ভাসছে ঘর, একা বাড়িতে থাকা বধূর নলিকাটা দেহ উদ্ধার! হুগলির জাঙ্গিপাড়ায় চাঞ্চল্য

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ৩৬ বছর বয়সি আফসানা বেগমকে তাঁর বাড়িতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। মহিলার নলি কাটা ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

একাই থাকতেন বাড়িতে। সেই বাড়ি থেকে বধূর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ৩৬ বছর বয়সি আফসানা বেগমকে তাঁর বাড়িতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। মহিলার নলি কাটা ছিল। ঘরময় রক্ত ছড়িয়ে ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার হয় দেহ। পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে মহিলার গলার নলি কেটে তাঁকে খুন করা হয়েছে। তবে এই কাণ্ডে যুক্ত কে বা কারা, তা এখনও জানা যায়নি। অভিযুক্তদের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা।

মৃতার দিদির বক্তব্য, তাঁর বোন একাই থাকতেন বাড়িতে। স্বামী মাঝেমধ্যে যাতায়াত করেন। কাজের সূত্রে প্রায়শই বাইরে থাকেন। দম্পতির পাঁচ সন্তানের সকলেই বাইরে থাকে। ওই মহিলার দাবি, বোনের স্বামীর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁর বোনের খুনের নেপথ্যে সেটাও কারণ হতে পারে। পুলিশের সন্দেহ, খুনি মৃতার কোনও ঘনিষ্ঠই হবেন। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তদন্ত আরও সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement