— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের ময়নার প্রায় সাত হাজার মহিলা। সেই নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এ বার রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল কলকাতা হাই কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
অভিযোগ, দীর্ঘ দিন ধরে ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় সাত হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। সম্প্রতি এ নিয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে ওই বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের সওয়াল, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বাগচার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। রাজ্য সরকারের এই প্রকল্পে তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকা এবং অন্য মহিলারা ১০০০ টাকা করে পান। কিন্তু অভিযোগ, ময়নায় প্রায় সাত হাজার মহিলাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। জেলাশাসকের মাধ্যমে সরাসরি ব্যাঙ্কে টাকা দেওয়া হলেও শুধুমাত্র বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতেই সমস্যা দেখা দিয়েছে বলে দাবি। অন্য দিকে, রাজ্যের আইনজীবীর পাল্টা যুক্তি, ওই এলাকা নিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরে কয়েকটি অভিযোগ জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।