State News

মহিলা শ্রমিকদের আইন অমান্য

ধর্মতলার রাস্তাতেই আইন অমান্য করেন মহিলারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০৩:২৩
Share:

রঙিন প্রতিবাদ। ছবি: স্বাতী চক্রবর্তী

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে দেশ জুড়ে শ্রমজীবী মহিলাদের আইন অমান্যের ডাক দিয়েছিল সিটু। কলকাতাতেই সেই কর্মসূচিতে শামিল হলেন সিটুর নেত্রী ও মহিলা কর্মী-সমর্থকেরা। সমকাজে সমবেতন, কর্মক্ষেত্রে বৈষম্য রোধ-সহ নানা দাবিতে শুক্রবার রাস্তায় নেমেছিলেন তাঁরা। কলকাতা পুরসভার সামনে প্রথমে জমায়েত করেন শ্রমজীবী মহিলারা। তার পরে শুরু হয় মিছিল। রানি রাসমণি অ্যাভিনউয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলেও বাধা দেয় পুলিশ। ধর্মতলার রাস্তাতেই আইন অমান্য করেন মহিলারা। নারী দিবসের দিন, রবিবার বামপন্থী মহিলা সংগঠন, প্রদেশ মহিলা কংগ্রেস-সহ ৫০টি সংগঠনের ‘সমন্বয়’ মৌলালির রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে। মিছিলের উদ্বোধন করার কথা আবৃত্তি শিল্পী ঊর্মিমালা বসুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন