কাজ বন্ধ বারাসত কোর্টে

অশান্ত এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করার ফলে জেলার বিভিন্ন থানাগুলি এখন প্রায় শূন্য। তাই জেল থেকে কয়েদিদের আদালতে নিয়ে যাওয়ার কর্মীর অভাব। পুলিশকর্মীদের যেমন পাওয়া যাচ্ছে না, তেমনই অমিল পুলিশের গাড়িও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ০৩:৫৬
Share:

পুলিশের অভাবে বিভিন্ন জেল থেকে বিচারপ্রার্থী কয়েদিদের জেলা আদালতে আনা সম্ভব হয়নি। ফাইল চিত্র।

বসিরহাট-সহ বিভিন্ন এলাকায় গোলমালের জেরে আটকে বিচার প্রক্রিয়া। অশান্ত এলাকায় পুলিশ ব্যস্ত থাকার ফলে বিচারাধীন বন্দিদের নিয়ে আসা যাচ্ছে না বারাসত জেলা আদালতে।

Advertisement

অশান্ত এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করার ফলে জেলার বিভিন্ন থানাগুলি এখন প্রায় শূন্য। তাই জেল থেকে কয়েদিদের আদালতে নিয়ে যাওয়ার কর্মীর অভাব। পুলিশকর্মীদের যেমন পাওয়া যাচ্ছে না, তেমনই অমিল পুলিশের গাড়িও। এর মধ্যে দু’দিনের অশান্তিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু পুলিশের গাড়িও। আলিপুর, দমদম, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুরের সংশোধনাগার থেকে বিচারের জন্য প্রিজন ভ্যানে করে এই আদালতে নিয়ে আসা হয় কয়েদিদের। সামনে থাকে পুলিশের পাইলট কার। এই পরিস্থিতিতে তাই বিচারের জন্য নিয়ে বন্দিদের আদালতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া থমকে গিয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি শান্তিময় বসু বলেন, “পুলিশের অভাবে বিভিন্ন জেল থেকে
বিচারপ্রার্থী কয়েদিদের জেলা আদালতে আনা সম্ভব হয়নি। তাই মামলাগুলি বন্ধ রয়েছে।” এর ফলে মামলাগুলি পিছিয়ে গেল বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement