ডায়েরি

হাইস্কুলে শিক্ষকতার ‘C-4 model’ নিয়ে ২২ ও ২৩ এপ্রিল দু’দিনের একটি ওয়ার্কশপ হবে খড়্গপুর আইআইটি-র স্টিল টেকনোলজি সেন্টারে। C-4 model-এর মূল বক্তব্য হল, কোনও পড়ুয়াকে ঠিক ভাবে তৈরি করলে এবং নজরদারির মধ্যে রাখলে সে তার চেয়ে চার ক্লাস নীচে পড়াতে পারে।

Advertisement
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০৩:২৩
Share:

হাইস্কুলে শিক্ষকতার ‘C-4 model’ নিয়ে ২২ ও ২৩ এপ্রিল দু’দিনের একটি ওয়ার্কশপ হবে খড়্গপুর আইআইটি-র স্টিল টেকনোলজি সেন্টারে। C-4 model-এর মূল বক্তব্য হল, কোনও পড়ুয়াকে ঠিক ভাবে তৈরি করলে এবং নজরদারির মধ্যে রাখলে সে তার চেয়ে চার ক্লাস নীচে পড়াতে পারে। অর্থাৎ অষ্টম শ্রেণির পড়ুয়া চতুর্থ শ্রেণিতে শিক্ষকতা করতে পারে। এতে যাকে শিক্ষকতা করার সুযোগ দেওয়া হচ্ছে তার মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্বজ্ঞান যেমন বাড়বে, তেমনই নীচের ক্লাসের পড়ুয়া সমমনোভাবাপন্ন শিক্ষকের সঙ্গে অনেক সহজ বোধ করবে, জড়তা কাটবে। তাছাড়া এই ভাবে শিক্ষক:পড়ুয়ার অনুপাত বাড়ে। পড়ানোর জন্য পড়ুয়াকে স্কলারশিপ দিতে হবে অবশ্য। কিন্তু এক জন শিক্ষকের বেতনে অনেক পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া যাবে।

Advertisement

সিভিল, ইলেকট্রিকাল, মেকানিকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন ইঞ্জিনিয়ারিং-এ পাঁচ বছরের ব্যাচেলর কোর্সের ভর্তি পরীক্ষায় (JEEDEC 2016) বসতে চাইলে কালকের মধ্যে অনলাইন ফর্ম পূরণ করুন। ফর্ম পূরণের শেষ দিন ২২ এপ্রিল। পরীক্ষা হবে ৮ মে, বেলা ১২টা থেকে ২টো।

ইন্ডিয়ান ন্যাশনাল কার্টিওগ্রাফিক অ্যাসোসিয়েশনের ৩৬তম আন্তর্জাতিক সম্মেলন হবে বিশ্বভারতীতে। উদ্যোক্তা বিদ্যাভবনের ভূগোল বিভাগ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন