চাই চুক্তির নবীকরণ, মমতাকে চিঠি কর্মীদের

গত কয়েক বছর ধরে জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দফতরের অধীনে দু’টি ডিরেক্টরেটে ৭০ জন চুক্তিভিত্তিক কর্মী ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন। কিন্তু তাঁদের চুক্তি নবীকরণ হচ্ছে না বলে অভিযোগ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৩
Share:

—ফাইল চিত্র

কাজ করছেন বেশ কিছু দিন ধরে। কিন্তু চুক্তি নবীকরণ হয়নি। এই অবস্থায় চুক্তি নবীকরণের দাবিতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা।

Advertisement

গত কয়েক বছর ধরে জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দফতরের অধীনে দু’টি ডিরেক্টরেটে ৭০ জন চুক্তিভিত্তিক কর্মী ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন। কিন্তু তাঁদের চুক্তি নবীকরণ হচ্ছে না বলে অভিযোগ।

মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে অর্থ দফতরের কিছু নির্দেশিকার উল্লেখ করেছেন চুক্তিতে নিযুক্ত কর্মীরা। তার মধ্যে ২০১৭ সালের একটি নির্দেশিকায় অর্থ দফতর জানিয়েছিল, নির্দিষ্ট সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী ৬০ বছর পর্যন্ত কাজ করতে পারবেন। সেই যুক্তিতে চুক্তির নবীকরণ চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন জলসম্পদ দফতরের

Advertisement

চুক্তিভিত্তিক কর্মীরা।

নির্দেশিকার কথা স্বীকার করলেও জলসম্পদ দফতরের অন্দরের ব্যাখ্যা, ওঁরা তথ্যপ্রযুক্তি দফতরের অধীন ওয়েবেলের চুক্তিভিত্তিক কর্মী। তাঁদের চুক্তি নবীকরণের বিষয়টি ওয়েবেলের উপরে নির্ভর করছে। দফতরের কিছু করার নেই। তা ছাড়া অর্থ দফতরের ওই নির্দেশিকা ওয়েবেলের মতো প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জলসম্পদ দফতরের এক কর্তা অবশ্য বলেন, ‘‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement