TMC

সোশ্যাল মিডিয়া ব্যবহারে এ বার কর্মশালা তৃণমূলের

সোশ্যাল মিডিয়ার ‘অপব্যবহার’ নিয়ে বারবার বিতর্কও হয়েছে রাজ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ০৪:৩৪
Share:

প্রতীকী ছবি

নির্বাচন তো বটেই দৈনন্দিন রাজনীতিতেও সোশ্যাল মিডিয়া এখন বিশেষ গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার ‘অপব্যবহার’ নিয়ে বারবার বিতর্কও হয়েছে রাজ্যে। লোকসভা ভোটের আগে এই মাধ্যমকে পরিকল্পিতভাবে ব্যবহারের লক্ষ্যেই দলীয় কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে তৃণমূল।

Advertisement

সারা দেশের মতো এ রাজ্যেও দলীয় প্রচারে সোশাল মিডিয়ার ব্যবহার ক্রমশ বাড়ছে। বিরোধী হিসাবে রাজ্য বিজেপি বহুদিন থেকেই এই মাধ্যম ব্যবহার করছে। একইভাবে বিভিন্ন স্তরে ফেসবুক, টুইটার ও হোয়াটস অ্যাপ গ্রুপে দল ও সরকারের পক্ষে প্রচার শুরু করছে তৃণমূলও। লোকসভা ভোটের আগে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের সেই সব পেজ ও গ্রুপ গুলিকে সংহত করে একই সুরে বাঁধতে চাইছে শাসকদল। সেই লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর নজরুল মঞ্চের একটি কর্মসূচিতে এই করণীয় স্থির করে দেবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শেষ কোর কমিটির বৈঠকেও সোশাল মিডিয়ার ব্যবহারের উপর বিশেষ জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের এক নেতার কথায়, ‘‘দলের পক্ষে প্রচার তো থাকবেই। পাশাপাশি বিরোধীদের মিথ্য ও বিপজ্জনক প্রচারের জবাব দিতেও সোশাল মিডিয়াকে ব্যবহার করতে হবে আমাদের।’’

আরও পড়ুন: স্কুলপাঠ্যে ফারহানই মিলখা, সরব অভিনেতা

Advertisement

ফেসবুক ও টুইটারে তৃণমূলের শীর্ষ সংগঠনের যে প্রচার ব্যবস্থা রয়েছে তা গোছানোই। আলাদাভাবে তা দেখার দায়িত্বও দেওয়া হয়েছে অভিজ্ঞ দু’জনকে। কিন্তু শাখা সংগঠন ও জেলা স্তরে যে সব ব্যবস্থা রয়েছে, তা সাজতে চাইছেন দলীয় নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন