নির্বাচনে সাইবার সুরক্ষায় কর্মশালা

কমিশনের খবর, সব ঠিক থাকলে ২০ অগস্ট জাতীয় গ্রন্থাগারে সাইবার কর্মশালা হবে। সেখানে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের ১০টি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার বা সিইও দফতরের ওয়েবসাইটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা থাকবেন। থাকতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়ত-ও। এ রাজ্যের সিইও অফিসের সব আধিকারিকেরই থাকার কথা। এমন কর্মশালার আয়োজন এই প্রথম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৫:০২
Share:

হ্যাকারদের দাপট চিন্তায় ফেলেছে ভোট পরিচালকদেরও। নিজেদের ওয়েবসাইট রক্ষায় সাইবার নিরাপত্তা আঁটোসাঁটো করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই জন্য আঞ্চলিক স্তরে সাইবার কর্মশালার আয়োজন করতে চলেছে তারা।

Advertisement

কমিশনের খবর, সব ঠিক থাকলে ২০ অগস্ট জাতীয় গ্রন্থাগারে সাইবার কর্মশালা হবে। সেখানে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের ১০টি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার বা সিইও দফতরের ওয়েবসাইটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা থাকবেন। থাকতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়ত-ও। এ রাজ্যের সিইও অফিসের সব আধিকারিকেরই থাকার কথা। এমন কর্মশালার আয়োজন এই প্রথম।

কিন্তু কর্মশালার প্রয়োজন হচ্ছে কেন? নির্বাচন নিয়ন্ত্রকদের বক্তব্য, ভোটের মুখে কমিশন বা সিইও দফতরের ওয়েবসাইটে হ্যাকিং হলে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই বাড়তি সতর্কতা জরুরি। কমিশনের কর্তারা জানাচ্ছেন, সেই বাড়তি সতর্কতার অঙ্গ হিসেবেই সাইটের নিরাপত্তা রক্ষা করা দরকার। তারই পাঠ দেওয়া হবে কর্মশালায়।

Advertisement

এক আধিকারিক বলেন, ‘‘এখন বিভিন্ন স্তরে সাইবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নির্বাচনের যাবতীয় বিষয়ে অনুরূপ সতর্কতার জন্যই কর্মশালার আয়োজন।’’ এপ্রিলে কমিশনের ওয়েবসাইটের প্রযুক্তিগত গোলমালকে হ্যাকিং বলে সন্দেহ করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন