মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে হোয়াটস্অ্যাপে আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার বীরভূমের লাভপুর থানার ঘটনা। ধৃত যুবকের নাম বাপ্পাদিত্য সাহা। অভিযোগ, রবিবার একটি গ্রুপে মুখ্যমন্ত্রীর বিষয়ে ওই ভিডিওটি পোস্ট করেন। তৃণমূলের লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাপ্পাদিত্যের এই ভাবে গ্রেফতার হওয়াটা অনেককে মনে করিয়ে দিচ্ছে, ফেসবুকে মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি পোস্ট শেয়ার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের গ্রেফতার হওয়ার ঘটনা।