Youth Congress

বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ

তাদের অভিযোগ, আমপান-এ বিপর্যয়ের পরে অতিরিক্ত অঙ্কের বিলে স্থিতাবস্থা জারি করার কথা বলা হলেও তা কার্যত ‘প্রহসন’ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ০৪:৩৯
Share:

সিইএসসি দফতরের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। পরে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ। —নিজস্ব চিত্র।

গড়ে বেশি বিল দেওয়া এবং বাড়তি বিদ্যুৎ মাসুলের প্রতিবাদে ফের সিইএসসি-র দফতরে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। তাদের অভিযোগ, আমপান-এ বিপর্যয়ের পরে অতিরিক্ত অঙ্কের বিলে স্থিতাবস্থা জারি করার কথা বলা হলেও তা কার্যত ‘প্রহসন’ হয়েছে। লকডাউনের সময়ে অল্প ইউনিট ব্যবহারকারীদের ছাড়ও দেওয়া হয়নি। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান, যুব সংগঠনের সর্বভারতীয় পর্যবেক্ষক দীপক মিশ্র সোমবার ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভে ছিলেন। শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মধ্য কলকাতা ও বড়বাজার জেলার দুই সভাপতি সুমন পাল ও মহেশ শর্মা এবং প্রদেশ সংখ্যালঘু সেলের নতুন চেয়ারম্যান শামিম আখতারও। পরে ওই বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করে শাদাবেরা জানিয়ে এসেছেন, পরিস্থিতির পরিবর্তন না হলে প্রতিবাদ চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন