Youth Congress

যুব সিপিএমের পথে এ বার যুব কংগ্রেসও

নেতাজিকে স্মরণ করেই এনআরইউ-এর সূচনা করেছে যুব কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ০১:৩৬
Share:

নেতাজি জন্ম দিবসে সূচনা হলো যুব কংগ্রেস এর 'জাতীয় বেকারপঞ্জি' কর্মসূচি।—নিজস্ব চিত্র।

নেতাজি বলেছিলেন, স্বাধীনতা কেউ কাউকে দেয় না। স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। সেই কথা মাথায় রেখে নেতাজির জন্মদিবসেই দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে লড়াইয়ের ঘোষণা করল যুব কংগ্রেস। নেতাজিকে স্মরণ করেই বাংলায় সূচনা হল জাতীয় বেকারপঞ্জির (এনআরইউ)।

Advertisement

মধ্য কলকাতার এজরা স্ট্রিটের কাচ্চি জৈন ভবনে বৃহস্পতিবার নেতাজিকে স্মরণ করতে জড়ো হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস নেতা সন্তোষ পাঠক, মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মহেশ শর্মা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান, হবিবুর রহমান-সহ অন্যেরা। মান্নান বলেন, স্বাধীনতার লড়াইয়ে আরএসএসের ভূমিকা ছিল আপস এবং ক্ষমাপ্রার্থনার। এখন সেই সঙ্ঘ এবং বিজেপি নেতারা দেশপ্রেম শেখাতে চাইছেন। দাবি আদায়ের লড়াইয়ে ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে কী ভাবে চলতে হয়, তার আদর্শ হিসেবে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন। নেতাজিকে স্মরণ করেই এনআরইউ-এর সূচনা করেছে যুব কংগ্রেস। সারা দেশের মতো এ রাজ্যেও যুব কংগ্রেস একটি ফোন নম্বর দিয়ে সেখানে বেকার যুবক-যুবতীদের নাম নথিভুক্ত করাতে বলছে। বিজেপির এনআরসি এবং এনপিআর মোকাবিলায় এটাই যুব কংগ্রেসের পাল্টা পরিকল্পনা। ইতিমধ্যে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই বাংলায় একই ভাবে এনআরবি (ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগার) চালু করেছে। বেকারত্ব নিবারণ আইন (বিএএ) প্রণয়নের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দিল্লির যন্তর মন্তরে ধর্না-অবস্থানেরও ডাক দিয়েছে বাংলার ডিওয়াইএফআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন