খুন করে, পেটে ইট ভরে গঙ্গার চরে ফেলে দিল ‘বন্ধু’রা!

পিকনিকের নাম করে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। রাতে সেই পিকনিক সেরে ছেলে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে গঙ্গার চর থেকে তাঁর গুলিবিদ্ধ এবং পেট কাটা দেহ উদ্ধার করে পুলিশ। হুগলির সাহাগঞ্জ নেতাজি পার্কের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রোহিত যাদব। বছর চব্বিশের ওই যুবকের বাড়ি ব্যান্ডেলের মানসপাড়ায়। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১৪:৪৫
Share:

নিহত রোহিত।—নিজস্ব চিত্র।

পিকনিকের নাম করে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। রাতে সেই পিকনিক সেরে ছেলে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে গঙ্গার চর থেকে তাঁর গুলিবিদ্ধ এবং পেট কাটা দেহ উদ্ধার করে পুলিশ। হুগলির সাহাগঞ্জ নেতাজি পার্কের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রোহিত যাদব। বছর চব্বিশের ওই যুবকের বাড়ি ব্যান্ডেলের মানসপাড়ায়। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় রোহিতের এক বন্ধু তার মোবাইলে ফোন করে ডাকে। বন্ধুরা সকলে মিলে পিকনিক করবে বলে জানিয়েছিল সে। এর পরেই বাড়ি থেকে বেরিয়ে যায় রোহিত। রাতে আর বাড়ি ফেরেনি। অন্য দিকে, ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চার দিকে খোঁজখবর শুরু করেন। কিন্তু, রাতভর রোহিত এবং তাঁর বন্ধুদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এ দিন সকালে নেতাজি পার্কের পাশে গঙ্গার চরে এক যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে, ওই যুবকের দেহে ৮টি গুলি বিঁধে আছে। এ ছাড়া পেটের বেশ খানিকটা অংশ ধারাল অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। নাড়িভুঁড়ি বের করে সেখানে কয়েকটা ইট ঢুকিয়ে রাখা আছে। এক যুবকের দেহ উদ্ধারের খবর যায় রোহিতের পরিবারের কাছে। ঘটনাস্থলে তাঁরা পৌঁছে রোহিতের দেহ শনাক্ত করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রোহিতের পরিবারের করা অভিযোগে চার জনের নাম লেখা হয়েছে। দীপাঞ্জন, বিদ্যুত্, কাশি এবং সব্য নামের ওই যুবকেরা রোহিতের সঙ্গে এক সময়ে পড়ত। রোহিত এবং তাঁর বন্ধুরা কে কী করত পুলিশ তা খতিয়ে দেখছে। তবে, প্রাথমিক তদন্তে তাদের ধারণা, পুরনো কোনও শত্রুতার জেরেই খুন করা হয়েছে রোহিতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন