facebook live

চিড়িয়াখানার বাঘ-সিংহ-শিম্পাঞ্জি-জলহস্তি-হাতি-লাল পান্ডারা এ বার ফেসবুক লাইভে

হাতি-গন্ডার-জিরাফ দেখা যাবে ফেসবুক লাইভে। করোনা আবহে আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ‘বাবু’র দিন কী ভাবে কাটছে, তা-ও দেখতে পাবেন দর্শকেরা।

Advertisement

সোমনাথ মণ্ডল

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ১৫:৫৪
Share:

বাড়ির খুদে এবার ফেসবুক লাইভেই দেখতে পাবে বাঘ মামাকে। ফাইল ছবি।

ফেসবুক লাইভে এ বার পশু-পাখিরাও! তা-ও আবার দিনে দু’বার! ক্যামেরার সামনে হাজির হবে র‌য়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকার সিংহ, শিম্পাঞ্জি, লাল পান্ডারা। জলকেলি করতে দেখা যাবে জলহস্তিকে। এমনকি অ্যানাকোন্ডাও ধরা দেবে ফেসবুক লাইভে। সৌজন্যে বন দফতর।

Advertisement

করোনার কারণে আলিপুর চিড়িয়াখানা বন্ধ। বন্ধ দার্জিলিং চিড়িয়াখানাও। আপাতত, সেখানে গিয়ে জীবজন্তু দেখার উপায় নেই। কত দিন এই অচলাবস্থা থাকবে, তা-ও কারও জানা নেই। সে কারণে দর্শকদের কথা মাথায় রেখে এ বার ফেসবুক লাইভের মাধ্যমে পশু-পাখিদের নিত্যদিনের কর্মকাণ্ড তুলে ধরবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঘরে বসেই বাঘ-সিংহের গর্জন, পাখির কলতান শুনতে পাবেন দর্শকেরা। হাতি-গন্ডার-জিরাফ দেখা যাবে ফেসবুক লাইভে। করোনা আবহে আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ‘বাবু’র দিন কী ভাবে কাটছে, তা-ও দেখতে পাবেন দর্শকেরা।

কিছু দিন আগে আলিপুরেই ১১টি অ্যানাকোন্ডার জন্ম হয়েছে। তারা রয়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালেই। ফেলবুক লাইভে হরিণ, মেছো বিড়াল থেকে কুমির ছানার পাশাপাশি ধরা দেবে তারাও। বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, “লকডাউনের সময় চিড়িয়াখানা বন্ধ রয়েছে। পশুপাখিদের দেখার সুযোগ পাচ্ছেন না অনেকে। শিশু থেকে বয়স্ক— অনেকেরই আক্ষেপ তা নিয়ে। তাই সেই আক্ষেপ মেটাতে এ বার ফেসবুক লাইভ হবে প্রতি দিন। জীবজন্তুরা কী করছে, ঘরে বসেই দেখার সুযোগ পাবেন দর্শকেরা।”

Advertisement

আরও পড়ুন: ভ্যাপসা গরম কি কাটবে?​

শুধু আলিপুর চিড়িয়াখানাতেই নয়, দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক থেকেও ফেসবুক লাইভ হবে। আগামিকাল, রবিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রথম লাইভ হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। তার পর ফের লাইভ হবে দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত। https://www.facebook.com/kolkatazoo.alipore.5 এবং https://www.facebook.com/Padmaja-Naidu-Himalayan-Zoological-Park লিঙ্কে গিয়ে ক্লিক করলেই লাইভে বাঘ-সিংহদের দেখা যাবে।

আরও পড়ুন: বর্ষায় সেতু ভাঙলে ইঞ্জিনিয়ারদের শাস্তি​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement