ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামালউদ্দিন। গত ১৮ জুন কলেজে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মন্টু সরকারের নেতৃত্বে একদল পড়ুয়া এবং বহিরাগত তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ ওঠে। তার পরেই কামালউদ্দিন মন্টুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।