Viral Video

স্কুলপড়ুয়াকে একা পেয়ে তাড়া করল ডজনখানেক কুকুর! প্রাণপণে দৌড়োল বালক, তার পর... ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্বালিয়রের শতাব্দীপুরম কলোনির ডি-ব্লক দিয়ে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই বালক। একাই ছিল। মাঝরাস্তায় অনেকগুলি কুকুরকে দল বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১২:২৩
Share:

স্কুলপড়ুয়াকে তাড়া করছে কুকুরের দল। ছবি: এক্স থেকে নেওয়া।

স্কুল থেকে বাড়ি ফিরছিল বছর দশেকের বালক। এমন সময় তাকে একসঙ্গে তাড়া করল ডজনখানেক কুকুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্বালিয়রের শতাব্দীপুরম কলোনির ডি-ব্লক দিয়ে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই বালক। একাই ছিল সে। মাঝরাস্তায় অনেকগুলি কুকুরকে দল বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখে সে। পাশ কাটিয়ে যাওয়ার সময় কুকুরগুলি তারস্বরে চিৎকার করে ওঠে। ভয় পেয়ে দৌড়োতে শুরু করে ওই বালক। কুকুরগুলিও তাকে তাড়া করে। সৌভাগ্যবশত পালিয়ে নিজেকে বাঁচাতে সক্ষম হয় বালক। পুরো ঘটনাটি কলোনির একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই পাড়ার এক মহিলা কুকুরগুলিকে পুষেছিলেন। নিয়মিত তাদের খাওয়াতেন। বালকের পরিবার বিষয়টি নিয়ে মহিলার কাছে অভিযোগ জানাতে এলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে মহারাজপুরা থানায় পৌঁছোয়। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ভিডিয়ো খতিয়ে দেখে পুলিশ। এর পর অনেক আলোচনা এবং পরামর্শের পর উভয় পক্ষ পারস্পরিক মীমাংসা করে এবং পরবর্তী আইনি পদক্ষেপ না করার সিদ্ধান্ত নেয়।

Advertisement

ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ফ্রি প্রেস মধ্যপ্রদেশ’ নামের সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement