পাক ট্রেনের এই কামরার ভিডিয়ো নিয়েই হইচই। ছবি: ইনস্টাগ্রাম।
ছাদ চুঁইয়ে নোংরা জল পড়ছে। যত্রতত্র আবর্জনা পড়ে। শৌচালয়ের অবস্থাও তথৈবচ। পাকিস্তানের ট্রেনের বেহাল দশা দেখিয়ে ক্ষোভপ্রকাশ করলেন সে দেশেরই এক তরুণ নাগরিক। ওই তরুণ পাকিস্তানের একটি ট্রেনের অন্দরের যে ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছিলেন, তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের এক তরুণ ভ্লগার সে দেশের যাত্রিবাহী একটি ট্রেনের ভিডিয়ো তাঁর দর্শককে দেখাচ্ছেন। ট্রেনটির অবস্থা খুবই খারাপ। ট্রেনটির একটি কামরার ছাদ প্রায় ভাঙা। সেখান থেকে নোংরা জল চুঁইয়ে পড়েছে। কামরার মেঝেও বেশ নোংরা। শৌচালয়ের অবস্থা দেখলেও গা গুলিয়ে উঠবে। ভাঙা সেই শৌচালয়ে আবর্জনা পড়ে রয়েছে। তুলনামূলক ভাবে, ভারতের যাত্রিবাহী ট্রেনগুলির থেকে বহু গুণ খারাপ অবস্থা সেই ট্রেনের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অশোকরাজ৩৯৬৭১১২’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ আবার পাক নাগরিকদের ওই ট্রেনে না চড়ার পরামর্শ দিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভিখারি দেশের ট্রেনের অবস্থাও ভিখারিদের মতোই। এই ট্রেনে মানুষ উঠতে পারে! দয়া করে কেউ উঠবেন না ট্রেনটিতে। অসুস্থ হয়ে মারা যাবেন।’’