Viral Video

নোঙর করার সময় ঝাঁকুনি, জাহাজ থেকে জলে পড়ল ৪ বছরের শিশু! লাফ মায়েরও, তার পর... ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বড়দিনের ঠিক কয়েক দিন আগে ২১ ডিসেম্বর বাহামায় ঘটনাটি ঘটে। চার বছরের একটি মেয়ে দুর্ঘটনাক্রমে একটি ক্রুজ় এবং বন্দরের মাঝখানে সমুদ্রে পড়ে যায়। সেই সময় ক্রুজ়টি ওই বন্দরে নোঙর করছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বন্দরে জাহাজ নোঙর করার সময় সমুদ্রে পড়ে যায় চার বছরের শিশুকন্যা। জাহাজ এবং বন্দরের মধ্যেকার ফাঁকা জায়গায় পড়ে সে। মেয়েকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় মা-ও। তার পর? চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে বাহামায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বড়দিনের ঠিক কয়েক দিন আগে ২১ ডিসেম্বর বাহামায় ঘটনাটি ঘটে। চার বছরের একটি মেয়ে দুর্ঘটনাক্রমে একটি ক্রুজ় এবং বন্দরের মাঝখানে সমুদ্রে পড়ে যায়। সেই সময় ক্রুজ়টি ওই বন্দরে নোঙর করছিল। নোঙর করার সময় ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে সরাসরি জলে পড়ে যায় শিশুটি। সেই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন চার বছরের ওই শিশুটির মা। তিনিও জলে লাফ দেন। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়ায় ক্রুজ়ের যাত্রী এবং বন্দরে থাকা মানুষদের মধ্যে। ভিড় জমে যায়। তবে দ্রুত পদক্ষেপ করেন ক্রুজ়ের নিরাপত্তাকর্মীরা। দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন তাঁরা। ক্রুজ় থেকে মই এবং লাইফ জ্যাকেট জলে ফেলে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই শিশু এবং মা উভয়কেই উদ্ধার করেন তাঁরা। নিরাপদে জল থেকে তুলে আনেন তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইডব্লিউনিউজ়’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন তেমনই শিশুকন্যার মায়ের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। অনেকে আবার দ্রুত পদক্ষেপ করে মা-মেয়ের প্রাণ বাঁচানোর জন্য ক্রুজ়ের নিরাপত্তাকর্মীদের প্রশংসাতেও মুখর হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement