রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

অনিয়ম ঠেকাতে অনলাইনে ভর্তি বিএডেও

কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখনও হয়নি। তুলনায় অনেক নবীন, বারাসতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিএড পাঠ্যক্রমে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ছাত্র ভর্তি শুরু করে দিচ্ছে। বিএডে ভর্তিকে কেন্দ্র করে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠছে। অনিয়ম ঠেকাতেই অনলাইনে ভর্তির ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০৩:১৩
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখনও হয়নি। তুলনায় অনেক নবীন, বারাসতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিএড পাঠ্যক্রমে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ছাত্র ভর্তি শুরু করে দিচ্ছে। বিএডে ভর্তিকে কেন্দ্র করে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠছে। অনিয়ম ঠেকাতেই অনলাইনে ভর্তির ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। বিএডে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ২৩ মে।

Advertisement

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে গত বছর কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা চালু হয়েছে। এ বার হচ্ছে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। কিন্তু দেড়শোরও বেশি কলেজে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির প্রক্রিয়া সামলে প্রায় ৪৫টি বিএড কলেজে সেই পদ্ধতিতে ছাত্র ভর্তি চালু করতে পারেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। এখনই তাদের পক্ষে বিএডে অনলাইন ভর্তি-ব্যবস্থা চালু করা সম্ভব হবে না বলে ওই বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে। স্নাতক স্তরের মতো বিএডেও অনলাইনে ভর্তি চালু করে বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে অন্তত কলকাতাকে টেক্কা দিল।

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড কলেজের সংখ্যা ২১। তার মধ্যে দু’টি সংখ্যালঘু পরিচালিত। সেই দু’টি ছাড়া বাকি ১৯টিতেই ছাত্র ভর্তি হবে অনলাইন পদ্ধতিতে। উপাচার্য কৌশিক গুপ্ত বলেন, “বিএড কলেজগুলিতে অতিরিক্ত টাকা দিয়ে ভর্তি, আসন থাকা সত্ত্বেও ভর্তির সুযোগ না-পাওয়া ইত্যাদি অভিযোগ উঠত। এই ধরনের অনিয়ম ঠেকাতেই বিএ, বিএসসি, বিকমের মতো বিএডে কেন্দ্রীয় ভাবে অনলাইন পদ্ধতিতে ছাত্র ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement

কৌশিকবাবু জানান, তাঁদের অধীন কলেজগুলিতে ১০০টি করে আসন আছে। অর্থাৎ ১৯টি কলেজে ১৯০০ আসনে অনলাইনে ভর্তি করা হবে। তিনি বলেন, “শীঘ্রই বিজ্ঞাপন দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। প্রার্থীদের ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।” ছাত্রছাত্রীরা পছন্দমতো কলেজ বেছে নেবেন অনলাইনেই। তার পরে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিং করে তাঁদের ভর্তি করা হবে।

শুধু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড কলেজগুলিতেই যে ভর্তিতে অনিয়মের অভিযোগ ওঠে, তা-ই নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড কলেজগুলিতেও একই পরিস্থিতি। অনিয়মের অভিযোগে গত বছর ছাত্র ভর্তি স্থগিত হয়ে যায় কলকাতার জগদীশচন্দ্র বসু বিএড কলেজে। আবার রায়দিঘি বিএড কলেজে মেধা-তালিকা না-মেনে ছাত্র ভর্তির অভিযোগে মামলা হয়। সেই মামলা এখনও চলছে। তাই এ বার নিজেদের কলেজগুলিতে ছাত্র ভর্তির জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যদিও সেখানে বিএডে অনলাইন পদ্ধতিতে ভর্তি চালু করার সম্ভাবনা এখনই নেই।

কেবল ভর্তির পদ্ধতি নয়। বিএড কলেজে ভর্তির ফি নিয়েও অনিয়মের অভিযোগ প্রচুর। রাজ্য উচ্চশিক্ষা সংসদ তাই প্রস্তাব দিয়েছে, বিএড কলেজগুলি সর্বাধিক ৫০ হাজার টাকার বেশি ফি নিতে পারবে না। কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের অধীন বিএড কলেজে সেই প্রস্তাব মানার ব্যবস্থা করেছে। রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ও মানবে। ভোট মিটলে উচ্চশিক্ষা দফতরের তরফেও বিজ্ঞপ্তি জারি করে ফি বেঁধে দেওয়ার কথা জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন