আয়লায় ক্ষতিপূরণের টাকা আজ, বলল রাজ্য

রাজ্য সরকার কলকাতা নাইট রাইডার্সকে সংবর্ধনা দেওয়ার জন্য দেদার টাকা খরচ করতে পারে। অথচ আয়লার তাণ্ডবে মৃতের পরিবারকে তারা দু’লক্ষ টাকা দিতে পারে না কেন, সেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। মঙ্গলবার রাজ্য সরকারের জিপি (গভর্নমেন্ট প্লিডার) অশোক বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে জানান, মৃত পূর্ণিমা ঢালির বাবা অরবিন্দ ঢালিকে ওই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজ, বুধবারের মধ্যেই অরবিন্দবাবু সেই টাকা পাবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০৩:৪৫
Share:

রাজ্য সরকার কলকাতা নাইট রাইডার্সকে সংবর্ধনা দেওয়ার জন্য দেদার টাকা খরচ করতে পারে। অথচ আয়লার তাণ্ডবে মৃতের পরিবারকে তারা দু’লক্ষ টাকা দিতে পারে না কেন, সেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। মঙ্গলবার রাজ্য সরকারের জিপি (গভর্নমেন্ট প্লিডার) অশোক বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে জানান, মৃত পূর্ণিমা ঢালির বাবা অরবিন্দ ঢালিকে ওই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজ, বুধবারের মধ্যেই অরবিন্দবাবু সেই টাকা পাবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement

আইপিএল-৭ জেতার পরে ৩ জুন ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল, সে-দিন একই সময়ে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে অরবিন্দবাবু একটি আবেদন পেশ করেন। তাঁর বক্তব্য ছিল, ২০০৯ সালের আয়লায় তাঁর ছোট মেয়ে পূর্ণিমা মারা যায়। সেই সময় সরকার ঘোষণা করেছিল, আয়লায় মৃতদের পরিবার-পিছু দু’লক্ষ টাকা দেওয়া হবে। অরবিন্দবাবু পাঁচ বছর ধরে সরকারের দরজায় ঘুরেছেন। নানা অছিলায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ২০১২ সালে তাঁকে জানানো হয়, তিনি আর টাকা পাবেন না। কারণ, টাকা দেওয়ার ওই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

ইডেনে কেকেআর-সংবর্ধনায় হুল্লোড়ের কথা বিচারপতির কানেও পৌঁছচ্ছিল। তিনি সে-দিনই রাজ্য সরকারের কাছে জানতে চান, ইডেনে ক্রিকেটদলের সংবর্ধনায় ঢালাও টাকা খরচ করা হচ্ছে। তা হলে আয়লার তাণ্ডবে মেয়ে হারানো বাবাকে মাত্র দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকার দিতে পারছে না কেন? উত্তর পেতে সে-দিনই জিপি-র খোঁজ করেন বিচারপতি। জিপি গরহাজির থাকায় পরে তাঁকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। শুধু এক জনের ক্ষতিপূরণই নয়, সামগ্রিক ভাবে আয়লা-বিধ্বস্তদের স্বার্থে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে, সাত দিনের মধ্যেই তা জানাতে বলা হয়।

Advertisement

এ দিন বিচারপতি দত্তের এজলাসে অন্য একটি মামলার শুনানিতে অশোকবাবু হাজির ছিলেন। বিচারপতি সেখানে অশোকবাবুকে জিজ্ঞাসা করেন, আয়লায় মৃতের পরিবারকে টাকা দেওয়ার কী ব্যবস্থা হয়েছে? অশোকবাবু জানান, সরকার ওই টাকা দেওয়ার ব্যবস্থা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন