ভারত এবং বাংলাদেশের হোমিওপ্যাথি পড়ুয়াদের পুরস্কৃত করল মালতী অ্যালেন চ্যারিটেবল ট্রাস্ট। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে ভারতের ১৯৫টি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারির ১০০ জন এবং বাংলাদেশের পাঁচ জন মেধাবী পড়ুয়াকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর।