কন্যাশ্রীর জট খুলতে অধ্যক্ষের হাজিরা আবশ্যিক

মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প কন্যাশ্রীতে নাম তোলার কাজে অধ্যক্ষের সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তুলেছিলেন ছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার শ্যামাপ্রসাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তন্ময় বিশ্বাসের নিয়মিত হাজিরা নিশ্চিত করে সেই নালিশের সুরাহা করে দিল ওই প্রতিষ্ঠানের পরিচালন সমিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ০৩:৩৫
Share:

মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প কন্যাশ্রীতে নাম তোলার কাজে অধ্যক্ষের সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তুলেছিলেন ছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার শ্যামাপ্রসাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তন্ময় বিশ্বাসের নিয়মিত হাজিরা নিশ্চিত করে সেই নালিশের সুরাহা করে দিল ওই প্রতিষ্ঠানের পরিচালন সমিতি।

Advertisement

মঙ্গলবার পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ছাত্রীরা কলেজ চলাকালীনই কন্যাশ্রী প্রকল্পে নাম লেখাতে পারবেন। এবং সেই কাজে তাঁদের যাতে কোনও অসুবিধে না-হয়, তার জন্যই ভারপ্রাপ্ত অধ্যক্ষ তন্ময়বাবুকে ছুটির দিন ছাড়া পুরো সময় কলেজে উপস্থিত থাকতে হবে।

এই ব্যাপারে এ দিন তন্ময়বাবুর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সোমবার তিনি বলেছিলেন, ‘‘হাঁটুর সমস্যার জন্য ছুটি নিয়েছি। আমি অনেক দিন কলেজে যাইনি, এটা ঠিক নয়।’’

Advertisement

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকায় শ্যামাপ্রসাদ কলেজের ছাত্রীরা কন্যাশ্রীতে নাম লেখাতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কলেজ সূত্রের খবর, এ দিনের বৈঠকে সেই অভিযোগ নিয়ে বিস্তর আলোচনার পরেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাজিরা সুনিশ্চিত করার বন্দোবস্ত হয়েছে। কলেজের পড়ুয়াদের একাংশ এই সিদ্ধান্তকে আনন্দবাজারের সাফল্য হিসেবেই দেখছেন। নামপ্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়া বলেন, ‘‘আনন্দবাজারের পাতায় এই খবর প্রকাশিত না-হলে এত তাড়াতাড়ি আমাদের দুর্দশা ঘুচত না।’’

পরিচালন সমিতির এ দিনের বৈঠকে কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের বিষয়েও আলোচনা হয়। ওঈই সমিতির সভাপতি সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বৈঠকে জানানো হয়, স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য কলেজের তরফে আবেদন জানানো হয়েছে উচ্চশিক্ষা দফতরের কাছে। দফতরের তরফে দ্রুত পদ পূরণের ইঙ্গিতও দেওয়া হয়েছে।’’

কলেজে অনলাইনে ছাত্রী ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠায় ১৩ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া বন্ধ আছে। এ দিনের বৈঠকে সেই ব্যাপারেও আলোচনা হয়। দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জন্য তিন সদস্যের এক কমিটি গড়া হয়েছে বৈঠকে। কলেজ সূত্রের খবর, ওই কমিটি শুক্রবারের মধ্যে তাদের রিপোর্ট পরিচালন সমিতির সভাপতির কাছে জমা দেবে বলে ঠিক হয়েছে। তার পরেই ফের ভর্তির প্রক্রিয়া শুরু হবে।

কলেজ-কর্তৃপক্ষের একাংশের অভিযোগ, এ দিনের বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র বহিরাগত সমর্থকেরাও হাজির ছিলেন। শাসক দলের ছাত্র সংগঠনের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিচালন সমিতির সভাপতি সচ্চিদানন্দবাবু বলেন, ‘‘এ দিনের সভায় সব বিষয়ে শান্তিপূর্ণ ভাবেই আলোচনা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন