চাষের দিশা

জৈব পথে কীটশত্রু দমন

শীতকালে জমিতে ছাই দিলে নরমদেহী চোষক পোকা থেকে রক্ষা মেলে। ছাইয়ে সালফার ও পটাশিয়াম থাকায় রোগ প্রতিরোধ হয়।

Advertisement
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০১:০২
Share:

• শীতকালে জমিতে ছাই দিলে নরমদেহী চোষক পোকা থেকে রক্ষা মেলে। ছাইয়ে সালফার ও পটাশিয়াম থাকায় রোগ প্রতিরোধ হয়।

Advertisement

• কাকতাড়ুয়া ব্যবহার করলে পাখিরা তার উপর বসে কীটশত্রু ধরে-ধরে খায়।

• পরাগ সংযোগকারী ও পরজীবী পোকাদের আকর্যণকারী ফসলের চাষ করলে পরাগসংযোগ ভাল হয়। পোকারা কীটশত্রুদের আক্রমণ করে।

Advertisement

• গোবর জল ছেঁকে নিয়ে গোমূত্রের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে রোগপোকা কমে। ফসল ভাল হয়।

• পুরনো টিন বা বাঁশ ফাটিয়ে দড়ি টেনে পাখি তাড়ানো যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement