জয়ের সংস্থাকে কাজে বাধার নালিশ হলদিয়ায়

বীরভূমে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেতা প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই ‘অপরাধে’ তাঁর নিরাপত্তা সংস্থার কাজে তৃণমূলের লোকজন বাধা দিচ্ছে। হলদিয়ার ওই নিরাপত্তা সংস্থার কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে গত বৃহস্পতিবার রাতে দুর্গাচক থানায় অভিযোগ জানানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া ও রামপুরহাট শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০৩:২২
Share:

বীরভূমে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেতা প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই ‘অপরাধে’ তাঁর নিরাপত্তা সংস্থার কাজে তৃণমূলের লোকজন বাধা দিচ্ছে। হলদিয়ার ওই নিরাপত্তা সংস্থার কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে গত বৃহস্পতিবার রাতে দুর্গাচক থানায় অভিযোগ জানানো হয়। জয়ের বক্তব্য, “আমি বিজেপির প্রার্থী হয়েছিলাম বলে আমার সংস্থার লোগো লাগানো ইউনিফর্ম পরে কাজ না করার ফতোয়া দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। ওরা আমার সংস্থাকে হলদিয়া-ছাড়া করতে চায়।” তবে তাঁর সংস্থার তরফে দায়ের করা অভিযোগে নির্দিষ্ট কোনও ব্যক্তি বা দলের নাম করা হয়নি।

Advertisement

২০০৫ সাল থেকে হলদিয়ায় কাজ করছে জয়ের নিরাপত্তা সংস্থা ‘অ্যানাপোল সিকিউরিটি অ্যান্ড সার্ভিস’। কারখানা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান-সহ হলদিয়ার ২২টি সংস্থায় ২০০ জন নিরাপত্তা কর্মী কাজ করেন বলে জয় জানিয়েছেন। তাঁর অভিযোগ, গত বুধবার সকালে হলদিয়ার আলিচকে ‘এন্নোর কোক লিমিটেড’-এ কর্মরত ২২ জন নিরাপত্তা কর্মীকে কারখানার আইএনটিটিইউসি পরিচালিত ইউনিয়ন থেকে সংস্থার লোগো লাগানো ইউনিফর্ম পরে কাজে আসতে বারণ করা হয়। জয় বলেন, “আমি তখন দিল্লিতে। ফিরেই পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলি। মুখ্যসচিব সঞ্জয় মিত্রকেও বিষয়টি জানানো হয়।” বৃহস্পতিবার রাতে ওই নিরাপত্তা সংস্থার ম্যানেজার ইন্দ্রজিৎ ঘোষ দুর্গাচক থানায় লিখিত অভিযোগ জানান। জয় নিজেও অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) অমিতাভ মাইতিকে ফোন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ কারখানায় তদন্তে গিয়েছিল। তবে ওই অভিযোগের প্রমাণ মেলেনি। শুক্রবার বিকেলে ‘এন্নোর কোক লিমিটড’-এ গিয়ে দেখা গেল জয়ের সংস্থার নিরাপত্তা কর্মীরা সাধারণ পোশাক পরেই কাজ করছেন। ইউনিফর্ম না পরার কারণ জানতে চাইলে ওই কর্মীরা কিন্তু জয়ের সংস্থাকেই দুষলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী অভিযোগ করেন, “নিরাপত্তা সংস্থাই আমাদের নির্দিষ্ট পোশাক দিচ্ছে না। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্যারও সমাধান করছে না।” কর্মীদের নির্দিষ্ট পোশাক না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন জয়। উল্টে তাঁর যুক্তি, “ওই কারখানা কর্তৃপক্ষ জানতে চেয়েছেন, কেন আমার সংস্থার নিরাপত্তা কর্মীরা ইউনিফর্ম পরছেন না। এতেই প্রমাণ হয় গত বুধবারের আগে পর্যন্তও কর্মীরা ইউনিফর্ম পরেই কাজে গিয়েছেন।” ওই সংস্থার দুর্গাচক অফিসের সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট মানস পাত্রের অভিযোগ, “আমাদের সংস্থার লোগো লাগানো ইউনিফর্ম পরলে কাজ হারাতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চাপে পড়ে ওই নিরাপত্তারক্ষীরা এখন সংস্থার বিরুদ্ধে কথা বলছেন।”

Advertisement

গোটা ঘটনায় নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ না হওয়ায় কোনও মন্তব্য করতে চাননি তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তবে ‘এন্নোর কোক লিমিটেড’-এ আইএনটিটিইউসি’র শাখা সম্পাদক বংশীবদন বারিক ইউনিফর্ম পরে কাজ করার ক্ষেত্রে ফতোয়া জারির অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তাঁর অভিযোগ, “জয় বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংস্থা কর্মীদের স্বার্থ দেখছে না। তাই আমরা চাই না ওই সংস্থা এখানে কাজ চালিয়ে যাক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন