টাকা নিলেও অনৈতিক কিছু করিনি: মনোরঞ্জনা

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে তিন-তিন বার ডেকে পাঠানো সত্ত্বেও সেন কমিশনে এত দিন হাজির হননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের ভূতপূর্ব স্ত্রী মনোরঞ্জনা সিংহ। অবশেষে বুধবার সেন কমিশনে সাক্ষ্য দিলেন তিনি। কমিশনে হাজিরার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোরঞ্জনা বলেন, “উত্তর-পূর্বাঞ্চলে টিভি চ্যানেল খোলার জন্য সুদীপ্তের সঙ্গে আমার চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক টাকাও নিয়েছিলাম। তবে আমি অনৈতিক কোনও কাজ করিনি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৪ ০২:৫৭
Share:

শ্যামল সেন কমিশনে মনোরঞ্জনা। ছবি: সুদীপ্ত ভৌমিক।

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে তিন-তিন বার ডেকে পাঠানো সত্ত্বেও সেন কমিশনে এত দিন হাজির হননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের ভূতপূর্ব স্ত্রী মনোরঞ্জনা সিংহ। অবশেষে বুধবার সেন কমিশনে সাক্ষ্য দিলেন তিনি। কমিশনে হাজিরার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোরঞ্জনা বলেন, “উত্তর-পূর্বাঞ্চলে টিভি চ্যানেল খোলার জন্য সুদীপ্তের সঙ্গে আমার চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক টাকাও নিয়েছিলাম। তবে আমি অনৈতিক কোনও কাজ করিনি।”

Advertisement

সারদার কর্ণধার সুদীপ্ত সেন এর আগে সেন কমিশনে বলেছিলেন, তিনি চ্যানেল খোলার জন্য মাতঙ্গকে ২৮ কোটি এবং মনোরঞ্জনাকে ২৫ কোটি টাকা দিয়েছিলেন। পরে মাতঙ্গ কমিশনে জানান, তিনি সুদীপ্তের কাছ থেকে ২৮ কোটি টাকা পাননি। পেয়েছিলেন মাত্র ১১ কোটি ৯০ লক্ষ টাকা। মনোরঞ্জনা এ দিন কমিশনে জানান, তিনিও ২৫ কোটি টাকা পাননি, পেয়েছিলেন ২১ কোটি। কমিশনের প্রশ্নের জবাবে মনোরঞ্জনা জানান, ওই টাকা তিনি চ্যানেলের বিভিন্ন প্রকল্পের জন্য খরচ করেছেন।

কমিশন মনোরঞ্জনার কাছে জানতে চায়, ২১ কোটি টাকা খরচের হিসেব কোথায়? হিসেবের নথিপত্রের ফোটোকপি দেখান মনোরঞ্জনা। কমিশন তাঁকে হিসেবের মূল নথিপত্র পেশ করার নির্দেশ দেয়। ১০ জুলাই তাঁর পরবর্তী হাজিরার দিন। তার আগেই তাঁকে হিসেবের আসল নথি পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এ দিনই সারদা কেলেঙ্কারি নিয়ে সল্টলেক আদালতে দায়ের করা বিভিন্ন মামলা সম্পর্কে রাজ্য পুলিশের তদন্তকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সিবিআই। সন্ধ্যায় সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে যান সল্টলেক পুলিশের কিছু অফিসার। তাঁদের মধ্যে সারদার বিভিন্ন মামলার তদন্তকারী অফিসারেরাও ছিলেন। গত এক বছর ধরে সারদা কেলেঙ্কারিতে রাজ্য পুলিশের তদন্তকারীরা কী কী তথ্য পেয়েছেন, তা জানার চেষ্টা করে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন