পুড়ছে তাপস পালের কুশপুতুল। ধর্মতলায় এক মহিলা সংগঠনের বিক্ষোভে। সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক
সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। বিতর্কিত মন্তব্য করার পরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল এ দিন সংসদে উপস্থিত থাকেন কি না, তা নিয়ে কৌতূহল ছিল সর্বত্র। তাপসকে সংসদ থেকে বহিষ্কারের দাবিও উঠেছে। সংসদ শুরু হতে দেখা গেল, তাপস অনুপস্থিত। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে ভর্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কেন তাঁকে ভর্তি হতে হল, রোগটা কী, তা নিয়ে হাসপাতাল-কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন।