দলে অসম্মান’, ফব বিধায়ক তাজমুল তৃণমূলে পা-বাড়িয়ে

ফরওয়ার্ড ব্লকে ‘বিক্ষুব্ধ’ বিধায়কের আবার দলত্যাগের সম্ভবনা তৈরি হয়েছে। দিনহাটার উদয়ন গুহের পরে এ বার তৃণমূলের পথে পা বাড়িয়েছেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০২:৩১
Share:

ফরওয়ার্ড ব্লকে ‘বিক্ষুব্ধ’ বিধায়কের আবার দলত্যাগের সম্ভবনা তৈরি হয়েছে। দিনহাটার উদয়ন গুহের পরে এ বার তৃণমূলের পথে পা বাড়িয়েছেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। শুক্রবারই তাজমুল তাঁর এলাকার বিভিন্ন ক্লাবের অনুদানের সুপারিশ নিয়ে নবান্নে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে গিয়েছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে সেখানেই তাঁদের প্রাথমিক কথা হয়। শনিবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাজমুল বলেন, ‘‘দলীয় নেতৃত্ব আমাকে প্রতিদিন অসম্মান করছেন। এ ভাবে দলে থাকা সম্ভব নয়।’’

Advertisement

তিনি ১০ বছর ধরে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক, তা জানিয়ে তাজমুল বলেন, ‘‘দলের সব কর্মসূচিতে অংশ নিয়েছি। মানুষের পাশে রয়েছি। কিন্তু গত ছ’মাস ধরে আমার পরিবর্তে চাকুলিয়ার স্কুল শিক্ষক রফিকুলকে প্রার্থী করার শুনছি।’’ তাঁর অভিযোগ, এ ব্যাপারে তিনি দলের নেতা অশোক ঘোষ থেকে শুরু করে জয়ন্ত রায়, হাফিজ আলম সৈরানি, নরেন চট্টোপাধ্যায়কে বার বার জিজ্ঞাসা করেছেন। কিন্তু তাঁরা জবাব এড়িয়ে গিয়েছেন। তাজমুল বলেন, ‘‘সম্প্রতি কয়েক মাস ধরে রফিকুল বিভিন্ন সভায় নিজেকে প্রার্থী হিসাবে তুলে ধরছেন। কিন্তু দলীয় নেতৃত্ব তাঁকে কিছুই বলছেন না।’’ ফব সূত্রে খবর, রফিকুল মালদহের দায়িত্বে থাকা হাফিজের খুবই ঘনিষ্ঠ।

ফব-র মতো একটি বাম দলে শৃঙ্খলাভঙ্গকে ‘উৎসাহ’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তাজমুল বলেন, ‘‘কেন আমাকে প্রায়ই দলের রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে দেখা যাচ্ছে, তা নিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস আমাকে প্রশ্ন করেছেন। এতে আমি অত্যন্ত অপমানিত হয়েছি। এর পরেই মনে হয়, এই দলে আমি থাকব কেন?’’

Advertisement

অতীতে তৃণমূলের নানা প্রলোভন তিনি উপেক্ষা করেছেন, জানিয়ে তাজমুল বলেন, ‘‘গত সপ্তাহে হরিশ্চন্দ্রপুরে প্রায় ৫ হাজার মানুষের সভা করি। সেখানে সকলেই আমাকে তৃণমূলে যোগ দিতে বলেন।’’ শুক্রবার অরূপবাবুদের সঙ্গে নবান্নে কথা হলেও ফব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তা জানিয়ে তাজমুল বলেন, ‘‘৬ ডিসেম্বর আমার ঘনিষ্ঠ প্রায় একশ ফব কর্মীর বৈঠক ডেকেছি। সেখানে সিদ্ধান্ত নেব।’’ তৃণমূল সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর আসনে সঙ্গীত শিল্পী সৌমিত্র রায় প্রার্থী হতে পারেন বলে দলের একাংশ মনে করছেন। তৃণমূল কি তাঁকে প্রার্থী করবে? তাজমুলের কথায়, ‘‘এ সব কথা হয়নি। তবে ফরওয়ার্ড ব্লক দলে আমি প্রাপ্য সম্মান পাচ্ছি না। উপেক্ষা কত দিন সহ্য করব?’’

হরিশ্চন্দ্রপুরে গত কয়েক বছর ধরে স্কুল কমিটি ও পরিচালন সমিতির ভোটে বামেরা জিতছে। এই পরিস্থিতিতে ফব-র বিধায়ককে দলে টানতে পারলে তৃণমূলেরই লাভ। নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘কে প্রার্থী হবে তা দল ঠিক করবে।’’ এই পরিস্থিতিতে তাজমুল কোনও সিদ্ধান্ত নিতেই পারেন, তা জানিয়ে নরেনবাবু বলেন, ‘‘আমরা ওঁর সঙ্গে কথা বলব।’’ একই সুরে সৈরানি বলেন, ‘‘দল কি কোনও প্রার্থীর নাম ঘোষণা করেছে? তা হলে এ সব কথা আসছে কেন? আসলে উনি যা বলছেন, তা অজুহাত মাত্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন