বিজেপির সভাগামী বাস আটকানোর অভিযোগ

আসানসোলে নরেন্দ্র মোদীর সভার পথে বিজেপি কর্মী-সমর্থকদের বাস আটকানোর অভিযোগ উঠল। তির শাসকদল তৃণমূলের দিকে। অনেক জায়গায় আবার পুলিশও কাগজপত্র পরীক্ষার নামে বাস আটকে হয়রান করেছে বলে দাবি করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৪ ০৩:২২
Share:

মোদীর সভায় বিজেপি সমর্থকদের ভিড়। আসানসোলে সব্যসাচী ইসলামের তোলা ছবি।

আসানসোলে নরেন্দ্র মোদীর সভার পথে বিজেপি কর্মী-সমর্থকদের বাস আটকানোর অভিযোগ উঠল। তির শাসকদল তৃণমূলের দিকে। অনেক জায়গায় আবার পুলিশও কাগজপত্র পরীক্ষার নামে বাস আটকে হয়রান করেছে বলে দাবি করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

Advertisement

বিজেপি-র অভিযোগ: রবিবার সকালে জামুড়িয়া থেকে কর্মী-সমর্থক নিয়ে কয়েকটি মিনিবাস আসানসোলের সভাস্থলে আসছিল। রাস্তায় তৃণমূলের লোকজন সেগুলি আটকে দেয়। জামুড়িয়ার বিজেপি নেতা সন্তোষ সিংহের বক্তব্য, মোদীর সভায় যাওয়ার জন্য তাঁরা ন’টি মিনিবাস ভাড়া করেছিলেন। তৃণমূলের কর্মীরা বাস আটকানোর চেষ্টা করলে বচসা বাঁধে। বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, “খবর পেয়েছি, বাসের কাগজপত্র পরীক্ষার নামে কিছু জায়গায় আমাদের কর্মীদের পুলিশি হয়রানিরও মুখে পড়তে হয়েছে।” এমনকী, মোদীর সভায় ভিড় রুখতে এ দিন কোথাও কোথাও রুটের বাসও বন্ধ রাখা হয় বলে বিজেপি’র অভিযোগ। বিজেপি’র অভিযোগ প্রসঙ্গে বাস সংগঠনগুলির কী বক্তব্য?

আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায়ের ব্যাখ্যা, “সভা-সমাবেশে বাস নিয়ে গেলে অ্যাসোসিয়েশনকে জানাতে হয়। অ্যাসোসিয়েশন ভাড়া ঠিক করে পাঠায়। এ ক্ষেত্রে বিজেপি-র তরফে আবেদন করা হয়নি।”

Advertisement

তবে অন্য সুরও আছে। যেমন আসানসোলের মিনিবাস মালিকদের সংগঠনের নেতা স্বপন ঘোষ বলছেন, “শাসক দলের হুমকির ছবিটা পরিবর্তনের পরেও পাল্টায়নি। গত ফেব্রুয়ারিতে সিপিএমের ব্রিগেডে এখান থেকে অনেক বাস গিয়েছিল। পর দিন তাদের রুটে চলতে দেওয়া হয়নি। এ বারেও একই রকম হুমকি ছিল। স্বভাবতই অনেক মালিক বাস ভাড়া দিতে চাননি।” মহকুমাশাসক অমিতাভ দাসের ব্যাখ্যা, “মহকুমায় বাস বন্ধ রাখার নালিশ বা খবর আমার কাছে আসেনি। সভায় বাস আসতে বাধা দেওয়া হয়েছে, এমন খবর পাইনি।” আসানসোলের তৃণমূল প্রার্থী দোলা সেনের মন্তব্য, “আমরা ছুঁচো মেরে হাত গন্ধ করি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement