মমতাবালার শিক্ষা-তথ্য ভুয়ো, অভিযোগ বিজেপির

বনগাঁয় লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর প্রার্থী পদ বাতিলের দাবি করল বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের অভিযোগ, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মমতাবালা তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসত্য তথ্য দিয়েছেন। তৃণমূল অবশ্য ওই অভিযোগকে আমলই দিচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও বনগাঁ শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৩৯
Share:

হরিণঘাটায় বিজেপির রোড শো-তে রাহুল সিংহ ও সুব্রত ঠাকুর। নিজস্ব চিত্র

বনগাঁয় লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর প্রার্থী পদ বাতিলের দাবি করল বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের অভিযোগ, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মমতাবালা তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসত্য তথ্য দিয়েছেন। তৃণমূল অবশ্য ওই অভিযোগকে আমলই দিচ্ছে না।

Advertisement

রাহুলবাবুর অভিযোগ, মমতাবালা কমিশনকে জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের চন্দ্রপুর পুরসভা পরিচালিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গলি আপার প্রাইমারি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু বিজেপি খোঁজ নিয়ে জেনেছে, তথ্যটি বেঠিক। ওই পুরসভার ডেপুটি কমিশনার রাকেশ বাধৈ তাঁদের জানিয়েছেন, ওই স্কুলটি সপ্তম শ্রেণি পর্যন্ত। বিজেপি আরও জেনেছে, মহারাষ্ট্রে সব জুনিয়র হাই স্কুলই সপ্তম শ্রেণি পর্যন্ত। সুতরাং, যে স্কুলে অষ্টম শ্রেণি নেই, সেখানে মমতাবালা ওই শ্রেণিতে পড়লেন কী করে, এই প্রশ্ন তুলেছেন রাহুলবাবু। তাঁর দাবি, “মমতাবালা ঠাকুর যদি তাঁর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনও শংসাপত্র নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন, তা হলে তা জাল। সে জন্য কমিশনের ওঁর কাছে নথিপত্র দেখতে চাওয়া উচিত।” মমতাবালা আদৌ ওই স্কুলে পড়েছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রাহুলবাবু।

আজ, রবিবার রাহুলবাবুর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তর সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়ে মমতাবালার প্রার্থী পদ বাতিলের দাবি তুলবেন। তার আগে এ দিনই বিজেপির রাজ্য সভাপতি দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং মুখ্য নির্বাচন কমিশনারকে বিষয়টি জানিয়েছেন। রাহুলবাবু বলেন, “সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট এবং মুম্বই হাইকোর্টের নির্দিষ্ট রায় আছে নির্বাচন কমিশনকে কেউ মিথ্যা তথ্য দিলে তাঁর প্রার্থী পদ বাতিল হবে।”

Advertisement

রাহুলবাবুর অভিযোগ উড়িয়ে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাহুল সিংহ চিৎকার করছেন। ওঁকে চিৎকার করতে দেওয়া হোক। উনি কিছু জানেন না।” মমতাবালার যে হলফনামা কমিশনে দেওয়া হয়েছে, সেখানে তাঁর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, অষ্টম শ্রেণি। অষ্টম শ্রেণি উত্তীর্ণ বলা হয়নি। জ্যোতিপ্রিয়র কথায়, “উনি সপ্তম শ্রেণি পাশ করে অষ্টম শ্রেণিতে উঠেছেন, এটাই বলা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন