মমতার আশ্বাসে অনশনে ইতি

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিতে হবে বলে দাবি তুলে বুধবার অনশন-অবস্থানে বসেছিল সারা ভারত কীর্তন ও ভক্তিগীতি শিল্পী সংসদ। ঘণ্টা আটেকের মধ্যে দাবিদাওয়া নিয়ে আলোচনার ব্যাপারে নবান্নের প্রতিশ্রুতি পেয়ে অনশন তুলে নিল তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ০৩:০৪
Share:

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিতে হবে বলে দাবি তুলে বুধবার অনশন-অবস্থানে বসেছিল সারা ভারত কীর্তন ও ভক্তিগীতি শিল্পী সংসদ। ঘণ্টা আটেকের মধ্যে দাবিদাওয়া নিয়ে আলোচনার ব্যাপারে নবান্নের প্রতিশ্রুতি পেয়ে অনশন তুলে নিল তারা। সংগঠনের সম্পাদক সিদ্ধার্থশেখর দাস নস্কর বৃহস্পতিবার জানান, নবান্নের এক আধিকারিক বুধবার রাতে রানি রাসমণি রোডে তাঁদের অনশন-মঞ্চে আসেন। তিন দিন পরে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন বলে ওই আধিকারিক আশ্বাস দেন। তার পরে, রাত ১২টা নাগাদ সংগঠনের তরফে অনশন-অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। পঞ্চাশোর্ধ্ব কীর্তন-শিল্পীদের মাসিক ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষার দাবি তুলে বুধবার বিকেলে ধর্মতলায় অনশন-অবস্থান শুরু করেছিল ওই সংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement