রাজ্যের ছয় কর্তাকে বদলির দাবি

লোকসভা ভোটের আগে জেলাশাসক ও পুলিশ সুপার মিলিয়ে রাজ্যের মোট ছয় কর্তার বদলি চাইলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্তারা। তাঁরা এই দাবি নিয়ে মঙ্গলবার তাঁরা দেখা করেন দিল্লিতে নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে। সেই দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৪ ০৮:৪৭
Share:

লোকসভা ভোটের আগে জেলাশাসক ও পুলিশ সুপার মিলিয়ে রাজ্যের মোট ছয় কর্তার বদলি চাইলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্তারা। তাঁরা এই দাবি নিয়ে মঙ্গলবার তাঁরা দেখা করেন দিল্লিতে নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে। সেই দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Advertisement

সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতের সঙ্গে দেখা করে তাঁরা কয়েক জন জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে শাসক দলের প্রতিনিধির মতো কাজ করার অভিযোগ আনেন। সেই সূত্রেই তাঁদের দাবি, ভোট পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে গেলে এঁদের বদলি করা উচিত কমিশনের। কারণ, কংগ্রেস নেতাদের বক্তব্য, এঁদের তত্ত্বাবধানে ভোট হলে তাকে আর নিরপেক্ষ বলা যাবে না।

আমলাদের নামের কোনও তালিকা দেওয়ার কথা অবশ্য প্রকাশ্যে জানাননি প্রদীপবাবু। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে, হাওড়ার জেলাশাসক, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, বর্ধমানের পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারের নাম কমিশনকে জানিয়েছে কংগ্রেস। নির্বাচন কমিশনের তরফে রাজ্য কংগ্রেস নেতৃত্বকে জানানো হয়েছে, এই ৬ জনের বিরুদ্ধে অভিযোগ তাঁরা খতিয়ে দেখবেন। কমিশন সূত্রের বক্তব্য, অভিযোগ এলে তাঁরা সাধারণত খতিয়ে দেখেন। তা ছাড়া কমিশন নিজস্ব সূত্রেও সব রাজ্যেই আমলা ও পুলিশ কর্তাদের সম্পর্কে রিপোর্ট সংগ্রহ করছে। লোকসভা নির্বাচনের আগে প্রয়োজন মতো আমলা ও পুলিশ কর্তাদের বদলি করার ব্যাপারে সেই রিপোর্টের ভিত্তিতেই কমিশন সিদ্ধান্ত নেবে।

Advertisement

মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বিনোদ জুৎসিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন