লঘু মাত্রার স্ট্রোক নিয়ে তাপস ফের হাসপাতালে

তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে ‘ইসকিমিক স্ট্রোক’ হয়েছে। অর্থাৎ মস্তিষ্কের একটি ছোট ধমনিতে রক্তসঞ্চালন বাধা পেয়েছে। তবে স্ট্রোকের মাত্রা বেশি নয়। তিনি স্থিতিশীল ও সজাগ রয়েছেন। কথাবার্তা বলছেন। স্বাভাবিক খাওয়াদাওয়াও করছেন। তিন দিন তাঁকে আইসিসিইউ-এ রাখা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ০৩:২৮
Share:

তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে ‘ইসকিমিক স্ট্রোক’ হয়েছে। অর্থাৎ মস্তিষ্কের একটি ছোট ধমনিতে রক্তসঞ্চালন বাধা পেয়েছে। তবে স্ট্রোকের মাত্রা বেশি নয়। তিনি স্থিতিশীল ও সজাগ রয়েছেন। কথাবার্তা বলছেন। স্বাভাবিক খাওয়াদাওয়াও করছেন। তিন দিন তাঁকে আইসিসিইউ-এ রাখা হবে।

Advertisement

মাস দুয়েক আগে নিজের লোকসভা কেন্দ্রে একাধিক জমায়েতে কুকথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তাপসবাবু। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। তারই মধ্যে পিঠে ব্যথা ও উচ্চ রক্তচাপ নিয়ে কিছু দিনের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। অসুস্থতার জন্য সংসদের অধিবেশনেও যাননি। পরে তিনি হাসপাতাল থেকে ছুটি পান।

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাপসবাবুকে আবার ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। চিকিৎসক শুদ্ধকল্যাণ পাল তাঁর চিকিৎসা করছেন। তিনি বলেন, “কয়েক দিন ধরেই চোখে ‘ডবল ভিশন’ হচ্ছিল তাপসবাবুর। অর্থাৎ যে-কোনও জিনিসকে দু’টো করে দেখছিলেন। তাঁর স্ট্রোক হয়েছে বলে সন্দেহ হয় আমাদের। এমআরআই-এ সেটা ধরাও পড়ে। তবে এখন তিনি বিপন্মুক্ত।” তাপসবাবু বাড়িতেও চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন। তাঁর রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণও নিয়মিত যাচাই করা হচ্ছিল। তার পরেও স্ট্রোক হল কেন? শুদ্ধকল্যাণবাবু বলেন, “শরীরের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। হঠাৎ খারাপ হতেই পারে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement