শিক্ষিকা-নিগ্রহে গ্রেফতার দুই

ব্যারাকপুরের এক শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগে দু’জনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম নমিতা দত্ত ও সঞ্জীব দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৯
Share:

ব্যারাকপুরের এক শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগে দু’জনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম নমিতা দত্ত ও সঞ্জীব দাস। বৃহস্পতিবার মোহনপুরে ওই শিশু শিক্ষা কেন্দ্রে অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে কাজিয়া বাধে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা তাপসী চট্টোপাধ্যায়ের স্বামী মিঠু চট্টোপাধ্যায় ও মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল করের মধ্যে। অভিযোগ, সেই সময়েই মিঠুবাবু প্রধান শিক্ষিকা অঞ্জলি রায়চৌধুরীকে ধাক্কা মারেন। স্থানীয় সূত্রের খবর, ধৃত দু’জনই মিঠুর ঘনিষ্ঠ। স্কুলে তাঁরাও অঞ্জলিদেবীকে হেনস্থা করেন বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement