শিবাজি নিয়ে আদালতের দিকে তাকিয়ে দিল্লি পুলিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী শিবাজি পাঁজার জামিন খারিজের জন্য আইনি আলাপ-আলোচনা শুরু করেছে দিল্লি পুলিশ। তবে আদালতের নির্দেশ পাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করতে চাইছে না তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:২১
Share:

শিবাজি পাঁজা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী শিবাজি পাঁজার জামিন খারিজের জন্য আইনি আলাপ-আলোচনা শুরু করেছে দিল্লি পুলিশ। তবে আদালতের নির্দেশ পাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করতে চাইছে না তারা।

Advertisement

শিবাজির আইনজীবী রাজদীপ মজুমদার জানান, দিল্লি থেকে আসা পুলিশ অফিসারদের মোবাইলে বার্তা পাঠানো হয়েছে। তাতে শিবাজি বলেছেন, আদালত তাঁকে বলেছে, তদন্তকারীদের সাহায্য করতে হবে। তাই তিনি তাঁদের সঙ্গে দেখা করতে রাজি। সময় ও স্থান বলে দিলে তিনি গিয়ে দেখা করবেন দিল্লি পুলিশের সঙ্গে। তবে শিবাজির পাঠানো ওই বার্তার কোনও জবাব মেলেনি বলে তাঁর আইনজীবী এ দিন জানিয়েছেন। তাঁর বক্তব্য, মক্কেলের হয়ে তিনি যোগাযোগ করলে দিল্লি পুলিশের এক অফিসার তাঁকে জানিয়ে দেন, শিবাজির জামিনের বিরোধিতা করে আজ, বৃহস্পতিবার আদালতে যাবেন তাঁরা। শিবাজির সঙ্গে তাঁরা দেখা করবেন কি না, সেটা নির্ভর করবে আদালতের নির্দেশের উপরে।

এ দিন দুপুরে বুধবার বারাসত জেলা আদালতে গিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলেন দিল্লি পুলিশের অফিসারেরা। শিবাজির জামিন খারিজ করার জন্য এ দিন অবশ্য কোনও আবেদন জানাননি তাঁরা। তবে তাঁদের আইনজীবী কল্যাণ পালিত বলেন, “দেরি হয়ে যাওয়ায় এ দিন (বুধবার) আবেদন নথিভুক্ত করা যায়নি।”

Advertisement

আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশের ‘লুক আউট কর্নার’ নোটিসের ভিত্তিতে শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতর শিবাজিকে আটক করে তুলে দিয়েছিল বিমানবন্দর থানার কর্মীদের হাতে। তাঁকে গ্রেফতার করে রবিবার সকালে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। পরে আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন