সংগঠন প্রসারে বাংলায় ঘনঘন সফর অমিতের

বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বাংলায় বিভিন্ন প্রান্ত চষে বেড়াবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি নিজে তো বাংলার বিভিন্ন জায়গা সভা করবেনই, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েও একাধিক সভা করার পরিকল্পনা করেছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৫ ০৩:০৭
Share:

বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বাংলায় বিভিন্ন প্রান্ত চষে বেড়াবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি নিজে তো বাংলার বিভিন্ন জায়গা সভা করবেনই, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েও একাধিক সভা করার পরিকল্পনা করেছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

মঙ্গলবার বর্ধমানে সভার পর অমিত রাজ্য নেতৃত্বের সঙ্গে ‘মিশন ২০১৬’ নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে ঠিক হয়েছে, এখন থেকে শুরু করে ২০১৬-র বিধানসভা ভোটের সময় পর্যন্ত রাজ্যে ৬০টি জনসভা করবেন অমিত। ওই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদীও রাজ্যে ৬টি জনসভা করবেন বলে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ জানিয়েছেন।

লোকসভা ভোটের সময় থেকে এ রাজ্যে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছে বিজেপি। তাই, বাংলাকে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব আলাদা গুরুত্ব দিচ্ছেন। সারদা-কাণ্ডে তৃণমূল বিপাকে পড়ার পর রাজ্যে বিজেপি-র সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে বলে তাঁরা মনে করছেন। ৩০ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে দলীয় জনসভায় অমিত জানিয়েছিলেন, তাঁদের লক্ষ্য ২০১৬-র বিধানসভা ভোট এবং সেই লক্ষ্যের দিকে দলকে নিয়ে যাওয়ার জন্য তিনি ঘন ঘন এ রাজ্যে আসবেন। শুধু নিজেই সফর করবেন না, দলের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় নেতা-মন্ত্রীদেরও রাজ্যে পাঠাবেন বলে তিনি রাজ্য নেতৃত্বকে আশ্বস্ত করেছেন।

Advertisement

দলীয় নেতৃত্বের মতে, রাজ্যে শাসক তৃণমূলের ভাবমূর্তি দ্রুত খারাপ হচ্ছে। রাজ্য-রাজনীতিতে বামপন্থীদের উপস্থিতিও তেমন ভাবে সাড়া ফেলছে না। তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে নিচুতলার বহু বামপন্থী কর্মী-সমর্থক বিজেপি-তে যোগ দিচ্ছেন। তাই, রাজ্যে বিজেপি-র পালে যে হাওয়া সেই হাওয়াকে ধরে রাখতে ও গতি বাড়াতে রাজ্য নেতৃত্বকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অমিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন