প্যারিস হামলার জঙ্গি গ্রেফতার বেলজিয়ামে

বেলজিয়ামে ধরা পড়ল প্যারিস হামলার ষড়যন্ত্রী। এই নিয়ে প্যারিস হামলার সঙ্গে যুক্ত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হল। রাজধানী ব্রাসেলসের উত্তর শহরতলি মোলেনবিক থেকে ২২ বছর বয়সি এই যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ১৭:০০
Share:

প্যারিস হামলায় অভিযুক্ত জঙ্গি বেলজিয়াম থেকে গ্রেফতার হওয়ার পর পুলিশি নজরদারি রাজধানী ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেস ঘিরে।

বেলজিয়ামে ধরা পড়ল প্যারিস হামলার ষড়যন্ত্রী। এই নিয়ে প্যারিস হামলার সঙ্গে যুক্ত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হল। রাজধানী ব্রাসেলসের উত্তর শহরতলি মোলেনবিক থেকে ২২ বছর বয়সি এই যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ধৃতের পরিচয় সম্পর্কে বিশদে জানায়নি বেলজিয়ামের পুলিশ। শুধু জানানো হয়েছে, ধৃতের নাম আয়ুব বি। প্যারিস হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল আয়ুব, দাবি বেলজিয়াম প্রশাসনের।

আরও পড়ুন:

Advertisement

আইএস ঘাঁটিতে মার্কিন হামলা, খতম প্যারিস হামলার ষড়যন্ত্রী

যে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই মোলেনবিক ইদানিং বেলজিয়ামের পুলিশের অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। মোলেনবিক অঞ্চল অর্থনৈতিক ভাবে বেশ পি‌ছিয়ে পড়া। বেশ কিছুদিন ধরেই সেখানে সন্ত্রাসবাদী গতিবিধি বাড়ছে। দারিদ্রের সুযোগ নিয়ে মোলেনবিকের যুবকদের নাশকতার কাজে ব্যবহার করার চেষ্টা করছে বেশ কিছু জঙ্গি সংগঠন। প্যারিস হামলার ষড়যন্ত্রী গ্রেফতার হওয়ার পর মোলেনবিকে কড়া নজরদারি শুরু করেছে বেলজিয়াম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement