Missouri

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের এক চিকিৎসক, ১০ নার্স

মিসৌরির লিবার্টি শহরের এ ঘটনা চাউর হতেই তা নিয়ে নেটমাধ্যমে রসিক মন্তব্যের ফোয়ারা ছুটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

মিসৌরি শেষ আপডেট: ১৩ মে ২০২২ ২১:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

আমেরিকার এক হাসপাতালের একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন! কাকতালীয় হলেও এমনই কাণ্ড ঘটেছে সে দেশের মিসৌরিতে। ওই ১১ জনের মধ্যে এক চিকিৎসক বাদে সকলেই নার্সের কাজ করেন।

মিসৌরির লিবার্টি শহরের এ ঘটনা চাউর হতেই তা নিয়ে নেটমাধ্যমে রসিক মন্তব্যের ফোয়ারা ছুটেছে। রসিকজনদের অনেকেরই প্রশ্ন, ‘ওই হাসপাতালের জলে কিছু মেশানো নেই তো?’ লিবার্টি হাসপাতালের ওই হবু মায়েরা অবশ্য জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই বাড়ি থেকে জল নিয়ে আসেন।

Advertisement
আরও পড়ুন:

লিবাটির ওই হাসপাতালে নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলগ বিভাগের নার্স হানা মিলার ওই ১১ জনের মধ্যে রয়েছেন। ‘গুড মর্নিং আমেরিকা’ শোয়ে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জন অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে যা সব রসিকতা শুরু হয়েছে, সেগুলিকে অনেকেই আবার সত্যি বলে ধরে নিয়েছেন। হানার মন্তব্য, ‘‘এই ঘটনার পর আমাদের বিভাগের বহু নার্সই বলাবলি করছেন, তাঁরা আর হাসপাতালের জল খাবেন না। এক জন নার্স তো আবার বাড়ি থেকে জলের বোতল আনতে শুরু করে দিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন