নাইজেরিয়ার গির্জায় বন্দুকবাজ, নিহত ১২

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর ছ’টার সময়ে হামলা চালায় বন্দুকবাজ। তখন গির্জায় বেশ কিছু মানুষ প্রার্থনা করছিলেন। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় হামলাকারী। সেখানেই লুটিয়ে পড়েন অনেকে। তারপর সেখান থেকে চম্পট দেয় বন্দুকবাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৮:৪০
Share:

দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার ওজুবুলু শহরে এক গির্জায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হানায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। জখম প্রায় পঞ্চাশ। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অনেকের অবস্থাই সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে বলে অনুমান।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর ছ’টার সময়ে হামলা চালায় বন্দুকবাজ। তখন গির্জায় বেশ কিছু মানুষ প্রার্থনা করছিলেন। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় হামলাকারী। সেখানেই লুটিয়ে পড়েন অনেকে। তারপর সেখান থেকে চম্পট দেয় বন্দুকবাজ।

খ্রিস্টান-অধ্যুষিত নাইজেরিয়ায় গির্জায় হামলার ঘটনা প্রায় ঘটে না বললেই চলে। পুলিশের দাবি, দুষ্কৃতীর সঙ্গে বোকো হারাম বা অন্য কোনও জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক নেই। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, গোষ্ঠী-দ্বন্দ্বের জেরেই এই তাণ্ডব। কোনও ভাড়াটে গুন্ডা এসে হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, গির্জাতে ঢুকে এক গ্রামপ্রদানের খোঁজ করছিল। কেউ সাড়া না-দেওয়ায় নির্বিচারে গুলি চালাতে শুরু করে দেয় সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement