গাড়ি-বোমায় উড়ে গেল ইরাকের একটি সেনা চেকপোস্ট। নিহত ১৪। হতদের মধ্যে ছ’জন সেনাও রয়েছেন। আহত ২৮ জন। রবিবার ইরাকের হুসেনইয়া প্রদেশের ওই চেকপোস্টে ওই হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।