Virginia

মসজিদ থেকে বেরনোর পরই খুন নাবালিকা

ভার্জিনিয়া পুলিশ সোমবার জানিয়েছে, গতকাল সন্ধ্যায় মসজিদে গিয়েছিল ১৭ বছরের নাব্রা হাসান। কিন্তু, তার পর থেকেই খোঁজ ছিল না তার। সোমবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ২০:১৭
Share:

মুসলিম নাবালিকাকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কান্ট্রি এলাকায়। প্রাথমিক তদন্তে এটি জাতিবিদ্বেষের ঘটনা বলেই অনুমান পুলিশের।

Advertisement

ভার্জিনিয়া পুলিশ সোমবার জানিয়েছে, গতকাল সন্ধ্যায় মসজিদে গিয়েছিল ১৭ বছরের নাব্রা হাসান। কিন্তু, তার পর থেকেই খোঁজ ছিল না তার। সোমবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। ওই তরুণী ফেয়ারফ্যাক্স কান্ট্রি এলাকারই বাসিন্দা।

আরও পড়ুন: লন্ডনে ফের সন্ত্রাসের ছোবল, নমাজ ফেরতদের পিষে দিল গাড়ি, হত ১

Advertisement

তদন্তে জানা গিয়েছে, রবিবার মসজিদে যাওয়ার পথে ডারউইন মার্তিনেজ টোরিজ নামে এক যুবকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী। নাব্রাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল ওই যুবক। তরুণী নিখোঁজ থাকার খবরে তাই প্রথমে ডারউইনের উপরেই সন্দেহ হয় পুলিশের। স্থানীয়দের বর্ণনা মতো ডারউইনের একটি স্কেচ আঁকে ভার্জিনিয়া পুলিশ। সোমবার স্থানীয় একটি ক্লাব থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। জেরায় নাব্রাকে খুনের কথা স্বীকার করেছে সে।

ঠিক কী কারণে সে নাব্রাকে খুন করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement