IMF

চাকরি হারাতে পারেন ১৮ কোটি মহিলা

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংগঠনভুক্ত ২৮টি দেশ, সাইপ্রাস এবং সিঙ্গাপুরে সমীক্ষা চালিয়ে দেখেছে, স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে আগামী দু’দশকের মধ্যে নারী-পুরুষ মিলিয়ে কয়েক কোটি নাগরিক চাকরি হারাবেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০২:৩৫
Share:

স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় অন্তত ১৮ কোটি মহিলা চাকরি হারাতে পারেন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংগঠনভুক্ত ২৮টি দেশ, সাইপ্রাস এবং সিঙ্গাপুরে সমীক্ষা চালিয়ে দেখেছে, স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে আগামী দু’দশকের মধ্যে নারী-পুরুষ মিলিয়ে কয়েক কোটি নাগরিক চাকরি হারাবেন। তাঁদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। কম শিক্ষিত, করণিক, সেলস-এর কাজ করা এবং ৪০ বছরেরর বেশি বয়সি মহিলাদের এই আশঙ্কা বেশি। পরিস্থিতি সামলাতে তাদের পরামর্শ, ডিজিটাল যুগে মহিলা কর্মীদের দক্ষতাবৃদ্ধির দিকে নজর দেওয়া হোক। উচ্চপদে মহিলাদের সংখ্যা বাড়ানো, নয়া প্রযুক্তিতে শিক্ষিত করা, নতুন কাজের জন্য তাঁদের উপযুক্ত করে তোলায় গুরুত্ব দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন