Quebec

এ বার কানাডায় তলোয়ার নিয়ে হামলা, নিহত ২, জখম ৫

কিউবেক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় পার্লামেন্ট ভবনের কাছে ওই হামলার ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

টরন্টো শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১৫:৪২
Share:

তখন পার্লামেন্ট ভবনের চারপাশ ঘিরে ফেলেছে পুলিশ। ছবি: টুইটার থেকে

ফ্রান্সের গির্জায় গলা কেটে খুনের রেশ কাটতে না কাটতে, এ বার তলোয়ার নিয়ে হামলা কানাডায়। কানাডার ওল্ড কিউবেকে রবিবারের এই হামলায় নিহত অন্তত ২ জন। আহত ৫। পুলিশ আততায়ীকে গ্রেফতার করেছে।

Advertisement

কিউবেক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় পার্লামেন্ট ভবনের কাছে ওই হামলার ঘটনা ঘটে। জনবহুল এলাকায় মধ্যযুগীয় ধাঁচের পোশাক পরা এক যুবক নির্বিচারে তলোয়ার চালাতে শুরু করে। তাতেই মৃত্যু হয়েছে ২ জনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করা হয়েছে। তাঁদের অনেকেই গুরুতর জখম। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

হামলাকারীকে কাছাকাছির এলাকা থেকেই গ্রেফতার করেছে পুলিশ। বছর পঁচিশের ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ট্রাম্পের সভার জন্য করোনা আক্রান্ত ৩০ হাজার, মৃত ৭০০, দাবি সমীক্ষায়

আরও পড়ুন: ইংল্যান্ডে ফের ১ মাসের জন্য লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন

দিন তিনেক আগেই ফ্রান্সের নিসে ঐতিহাসিক নোত্রদাম গির্জায় এক মহিলার গলা কেটে খুন করে এক যুবক। ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন আরও ২ জন। ওই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসাবেই দেখছে ফরাসি প্রশাসন। কিউবেকের ঘটনাও সেই সম্ভাবনা উস্কে দিয়েছে। হামলাকারীর জঙ্গিযোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন