Pakistani judge

২২২৪টি গাড়ি এক প্রাক্তন বিচারকের! জানেন কী ভাবে

সম্প্রতি শিকান্দর হায়াতের কৌঁসুলি মইন জাফর শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এ বিষয়টি জানান। তিনি আদালতে জানান, আদতে সিকন্দরের একটি গাড়ি রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১৪:১৫
Share:

প্রতীকী ছবি।

কতগুলো গাড়ি আপনার নামে নথিভুক্ত রয়েছে? একটি, তিনটি, পাঁচটি! না দশটি! না আরও বেশি...

Advertisement

সব সংখ্যাকে হার মানাবে পাকিস্তানের প্রাক্তন এক বিচারকের নামে নথিভুক্ত গড়ির সংখ্যা। নাম সিকন্দর হায়াত। ৮২ বছরের এই প্রাক্তন বিচারপতির নামে নথিভুক্ত গাড়ির সংখ্যা ২২২৪। এমনই এক আশ্চর্য ঘটনা সামনে এসেছে পাকিস্তানে।

সম্প্রতি শিকান্দর হায়াতের কৌঁসুলি মইন জাফর শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এ বিষয়টি জানান। তিনি আদালতে জানান, আদতে সিকন্দরের একটি গাড়ি রয়েছে।

Advertisement

তাহলে কোথা থেকে এল বাকি ২২২৩টি গাড়ি?

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে পাকিস্তানের মহিলা বাহিনীর নিজস্বী

দ্য ডনের খবর, দিন কয়েক আগে একটি চালান পান সিকন্দর। তখনই দেখেন তাঁর নামে ২২২৪টি গাড়ি নথিভুক্ত রয়েছে। এর পরই বিষয়টি নিয়ে আদালতে যান তিনি।

আরও পড়ুন: ১৮০০ বছরের প্রাচীন কঙ্কালের মুখে সোনার পাত, রহস্যভেদ ১৫০ বছরে!

অভিযোগ পাওয়ার পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাক-পঞ্জাবের শুল্ক দফতরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। কী ভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে রির্পোট দেওয়ার নির্দেশও দিয়েছে পাক শীর্ষ আদালত।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন