নিহত চন্দ্রশেখর পোলে। — ফাইল চিত্র।
আমেরিকায় ভারতীয় পড়ুয়াকে খুনের ঘটনার তিন দিন পর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাতে টেক্সাস প্রদেশের ডালাসের এক গ্যাস স্টেশনে কর্মরত ওই পড়ুয়াকে গুলি করে পালিয়েছিলেন ধৃত যুবক।
ভারতীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটে শনিবার সকালে। ফোর্ট ওয়ার্থের একটি গ্যাস স্টেশনে চন্দ্রশেখর পোলে (২৮) নামে হায়দরাবাদের বাসিন্দা ওই পড়ুয়াকে গুলি করে খুন করেন অজ্ঞাতপরিচয় এক এক তরুণ। খুনের পর আর একটি গাড়িকে লক্ষ্য করেও গুলি ছোড়েন তিনি। যদিও তাতে কেউ আহত হননি। এর পর ঘটনাস্থল থেকে প্রায় মাইলখানেক দূরে মেডোব্রুক ড্রাইভ এলাকার একটি বাড়ির গেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁর গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের নাম রিচার্ড ফ্লোরেজ। ২৩ বছর বয়সি ওই যুবক নর্থ রিচল্যান্ড হিল্সের বাসিন্দা। ফোর্ট ওয়ার্থ পুলিশের মুখপাত্র ব্র্যাড পেরেজ জানিয়েছেন, অভিযুক্ত রিচার্ড এখনও হাসপাতালে ভর্তি। তবে রিচার্ড নিহত চন্দ্রশেখরকে আগে থেকে চিনতেন কি না, কেনই বা হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালালেন, সে সব এখনও জানা যায়নি। হিউস্টনে ভারতের কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, চন্দ্রশেখরের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিহতের দেহ ভারতে ফেরানোর জন্যও সব রকম চেষ্টা করা হচ্ছে।