জার্মানিতে গাড়ি হামলা, নিহত ৩

ফের গাড়ি হামলার আতঙ্ক ফিরল ইউরোপে। শনিবার জার্মানির মুয়েনস্টার শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় আততায়ী। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত বহু। হামলার পরেই গুলি করে আত্মহত্যা করেছে খুনি নিজেও।

Advertisement

সংবাদ সংস্থা

বার্লিন শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০৪:৩০
Share:

ফের গাড়ি হামলার আতঙ্ক ফিরল ইউরোপে। শনিবার জার্মানির মুয়েনস্টার শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় আততায়ী। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত বহু। হামলার পরেই গুলি করে আত্মহত্যা করেছে খুনি নিজেও।

Advertisement

মুয়েনস্টার-এর পুরনো অংশে সপ্তাহশেষের ছুটি কাটাতে ভিড় করেন বহু মানুষ। জার্মানির পশ্চিম অংশের এই শহরটির নানা জায়গা জুড়ে রয়েছে অসংখ্য গথিক এবং রোমান স্থাপত্য। সেগুলো ঘিরে আছে বেশ কিছু রেস্তরাঁ। মুয়েনস্টার পুলিশ জানিয়েছে, কিয়েপেনকার্ল মূর্তির কাছে সারি সারি এ রকমই রেস্তরাঁর খোলা বারান্দায় তখন আড্ডা মারছিলেন বহু মানুষ। আচমকাই একটি ডেলিভ্যারি ভ্যান সেই ভিড়ে ঢুকে আসে। অন্তত তিন জন নিহত হন। আহত ৩০। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আততায়ীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তার ফ্ল্যাটে তল্লাশি চলছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের একাংশের।

গত কয়েক বছরে ইউরোপে একাধিক বার এই ধরনের হামলা চালিয়েছে জঙ্গিরা। ফলে এই ঘটনাতেও জঙ্গি যোগ উড়িয়ে দিচ্ছে না জার্মান পুলিশ। ঠিক এক বছর আগে সুইডেনের রাজধানী স্টকহলমে ট্রাক নিয়ে হামলা চালায় উজবেকিস্তানের নাগরিক, রাখমত আকিলভ। নিহত হন পাঁচ জন। ২০১৬-র ১৯ ডিসেম্বর জার্মানিরই বার্লিনে বড়দিনের বাজারে গাড়ি-হামলায় ১২ জনকে খুন করে পালায়া তিউনিসিয়ার বাসিন্দা আনিস আমরি। চার দিন পরে ইতালির মিলানে পুলিশের গুলিতে নিহত হয় সে। ওই বছরই জুলাইয়ে, ফ্রান্সের নিস-এ বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক ঢুকিয়ে ৮৬ জনকে মারে তিউনিসীয় বংশোদ্ভূত, মুহামেদ লাহুআইলেজ বুহলেল। ঘটনার পরেই পুলিশ তাকে গুলি করে মারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন